X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নেপালের কাছে হেরে ফাইনালের আশা শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২৪

একটি আক্রমণ রুখে দিলেন নেপালের গোলকিপার ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ফুটবল ফেডারেশনের তরফে দারুণ ঘোষণা—নেপালকে হারাতে পারলেই ৪০ হাজার ডলার বোনাস পাবে বাংলাদেশ দল। কিন্তু এমন প্রণোদনা কোনও কাজেই এলো না। নেপালের কাছে ১-০ গোলে হেরে এসএ গেমস ফুটবলের সোনা জয়ের আশা শেষ বাংলাদেশের।

ভারত-পাকিস্তানের অনুপস্থিতিতে শিরোপা জয়ের ভালো সুযোগ ছিল এবার। কিন্তু জেমি ডে’র শিষ্যরা দেশের ফুটবল-ভক্তদের আশা পূরণে ব্যর্থ।

৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া বাংলাদেশের হাতে উঠেছে ব্রোঞ্জ। লিগ পর্বে সবার ওপরে থাকা স্বাগতিক নেপালের সংগ্রহ ১০ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভুটান। আগামী মঙ্গলবার ফাইনালে ‍মুখোমুখি হবে দুই দল।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশ ছিল আক্রমণাত্মক। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন ফরোয়ার্ডরা। রবিউলের লম্বা থ্রো-ইন আর কর্নার সুযোগ তৈরি করলেও নেপালের গোলকিপার আর ডিফেন্ডারদের দৃঢ়তায় গোল পায়নি লাল-সবুজ দল।

১০ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়ে বসে বাংলাদেশ। সুজল শ্রেষ্ঠার কাটব্যাক থেকে প্লেসিং শটে গোল করেন সুনীল বল। গোলকিপার আনিসুর রহমান জিকো ঝাঁপিয়ে পড়েও সর্বনাশ রুখতে পারেনি।

৬ মিনিট পর সমতা ফেরানোর ভালো সুযোগ এসেছিল। কিন্তু রবিউলের থ্রো-ইন থেকে সাদ উদ্দিনের শট নেপালের এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়। বিরতির আগে নেপালের গোলকিপারকে তেমন কঠিন পরীক্ষায় ফেলতে পারেননি জামাল-জীবনরা।

বিরতির পর দুই দলই কয়েকটি সুযোগ পেয়েছে। ৫৬ মিনিটে সুনীলের শট সাইড বার ঘেঁষে বেরিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি নেপাল। চার মিনিট পর বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে বাংলাদেশকে হতাশ করেন ইব্রাহিম। ৬৪ মিনিটে কর্নার থেকে নেপালের সুজল শ্রেষ্ঠার হেড চলে যায় পোস্টের বাইরে।

শেষ দিকে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু গোলের দেখা মেলেনি। বরং ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান অধিনায়ক জামাল ভূঁইয়া। সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় শিরোপার আশাও।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা