X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিপিএলে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন নাসির জামশেদ!

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৯, ১৪:২৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:৫০

নাসির পাকিস্তান সুপার লিগে সতীর্থ ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদ। এ ঘটনায় ফেব্রুয়ারিতে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। ম্যানচেস্টারের একটি আদালতে জবানবন্দি নেওয়ার সময় আরও জানা গেলো, বিপিএলে ফিক্সিং সম্পর্কিত অজানা তথ্য। ২০১৬ সালে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তিনি!

পিএসএলে দুর্নীতিতে জড়ানোয় গত বছরের আগস্টে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেয় পিসিবি। তার সঙ্গে জড়িত ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজ। ২০১৭ সালে এই অভিযোগে ইংল্যান্ডে আটক হন তারা। সেখানেই শুরু হয় বিচার কাজ। আগে দোষ স্বীকার না করলেও আজ শুনানির শুরুতে দোষ স্বীকার করে নেন নাসির। তার দুই সহযোগী অবশ্য পিএসএলে অর্থ দিয়ে ক্রিকেটারদের ম্যাচ পাতাতে ফুসলানোর কথা স্বীকার করেছেন।

তদন্তে আরও জানা গেছে, ২০১৬ সালে বিপিএলে ফিক্সিংয়েরই চেষ্টা করেছিলেন নাসির। পিএসএলে ফিক্সিংয়ে ভূমিকা রাখতে পারলেও বিপিএলে পারেননি। এর মধ্যে রংপুর রাইডার্সের হয়ে প্রথম চেষ্টায় ব্যাটে পূর্ব নির্ধারিত গ্রিপ নেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন পূর্বনির্ধারিত কোনো সংকেতই দেননি তিনি। দ্বিতীয় চেষ্টায় বরিশাল বুলসের বিপক্ষে দ্বিতীয় প্রচেষ্টায় ফিক্সিংয়ের কথা থাকলেও সেই ম্যাচে একাদশ থেকে বাদ পড়ে যাওয়াতে তা সম্ভব হয়নি।   

জামশেদের সঙ্গে আটক হওয়া আনোয়ার জানান, আন্ডার কভার অফিসারের সঙ্গে ২০১৬ সালের নভেম্বরে একটি হোটেলে সাক্ষাৎ করেন তিনি। সেখানেই জানান স্পট ফিক্সিংয়ে ১০ বছর কাজ করছেন। আরও জানান, বিপিএলে তার হয়ে কাজ করছেন ৬জন ক্রিকেটার!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট কাল
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
কান উৎসব ২০২৪কানের সমান্তরাল তিন বিভাগে কোন কোন দেশের ছবি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট