X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিকরা প্রশ্ন তুললেই ফর্ম হারিয়ে ফেলেন ইমরুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২১:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:০৯

সমালোচনা নিয়ে চিন্তিত নন ইমরুল (ফাইল ছবি) দীর্ঘদিন জাতীয় দলে খেলছেন ইমরুল কায়েস, তবে থিতু হতে পারেননি এখনও। বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে দলে ফেরেন, কিন্তু ব্যর্থ হয়ে ছিটকে যান জাতীয় দল থেকে। এই যেমন জাতীয় লিগে ভালো খেলে ভারতের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু চার ইনিংসের একটিতেও দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

তবে বিপিএলের প্রথম ম্যাচেই দারুণ পারফরম্যান্স তার। ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে তিনিই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক। ম্যাচসেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে আসা ইমরুলের সামনে প্রশ্ন রাখা হয়, ‘জাতীয় দলে ফিরলেই আপনি ব্যর্থ হন কেন?’ বাঁহাতি ওপেনারের জবাব ছিল এমন, ‘আপনারা (সাংবাদিকরা) ফর্ম নিয়ে প্রশ্ন করলেই আমার ফর্ম চলে যায়! ফর্ম নিয়ে জাতীয় দলে খেলতে খেলতেই ফর্ম হারিয়ে ফেলি আমি।’

জাতীয় দলে ভালো না করার কারণ হিসেবে ‘স্বাধীনভাবে’ খেলতে না পারাকে দায়ী করলেন তিনি, ‘জাতীয় দলে আমরা অনেক দিন পর পর একটা বা দুটো ম্যাচ খেলি। তাই রান না পেলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এখানে (বিপিএলে) আমি জানি সব ম্যাচ খেলবো। এমন স্বাধীনতা থাকলে রান করা সহজ হয়।’

‘টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কি আপনাকে আপসেট করে?’ এমন প্রশ্নে ইমরুলের জবাব, ‘ক্রিকেট জীবনে কখনও আপসেট হইনি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ার আরও লম্বা হতে পারতো, কিন্তু তা হয়নি।’

ভারত সফরে ব্যর্থ হওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা আর বিদ্রূপ হয়েছে। ইমরুল অবশ্য সে সব নিয়ে চিন্তিত নন, ‘সমালোচনা তো হবেই। বিখ্যাত না হলে তো একজনকে নিয়ে সমালোচনা হয় না। ভারত সফরে খারাপ খেলেছি, যা নিয়ে আমি নিজেও খুব আপসেট। আসলে টেস্ট ম্যাচের প্রস্তুতি আরও ভালো হওয়া উচিত। দুই-চার দিনের প্রস্তুতি নিয়ে, জাতীয় লিগের বোলারদের খেলে ওই লেভেলে ব্যাট করা ভীষণ কঠিন। শুধু আমার জন্য নয়, দুনিয়ার বড় বড় ব্যাটসম্যানদের জন্যও এটা কঠিন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা