X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বিপিএলের পারিশ্রমিক নিয়ে মুশফিকের আক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২৩:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২৩:০৯

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন মুশফিক গত অক্টোবরে ১৩ দফা দাবি নিয়ে ধর্মঘটে গিয়েছিলেন ক্রিকেটাররা। যার একটি দাবি ছিল, বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে স্থানীয়দের পারিশ্রমিক সামঞ্জস্য রাখতে হবে। বিসিবি একাডেমি মাঠে ক্রিকেটারদের পক্ষে এই দাবি পড়ে শুনিয়েছিলেন মুশফিকুর রহিম। আজ (বুধবার) সেই একই মাঠে দাঁড়িয়ে পুরোনো কথাটা মনে করিয়ে দিলেন খুলনা টাইগার্স অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি মানলেও আগামী বিপিএল থেকে সেটা কার্যকর করার কথা। এবার তাই বৈষম্য থেকেই গেছে। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে বাংলাদেশি চার ক্রিকেটার- মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর জন্য বিসিবি পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছে ৫০ লাখ টাকা। যেখানে এই ক্যাটাগরিতে থাকা ১১ বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫ লাখ টাকা। অর্থাৎ, স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক পার্থক্য প্রায় ৩৫ লাখ টাকা।

পারিশ্রামিক নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন মুশফিক। সেখানে আক্ষেপই ঝরেছে খুলনা টাইগার্সের অধিনায়কের কণ্ঠে, ‘আমরা সবসময় প্রত্যাশিত পারিশ্রমিক পাই না। এবার সবকিছু অনেক দ্রুত হয়েছে। ভাগ্য ভালো যে এবার টুর্নামেন্ট হচ্ছে। ভবিষ্যতে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাবো বলে আশা করি। আমরা সারা বছর খেলি, তারপরও দেখা যায় অনেকের চেয়ে কম পাচ্ছি। বিশ্বে সব লিগে কিন্তু স্থানীয় খেলোয়াড়রা বেশি পারিশ্রমিক পায়।’

একই সঙ্গে মুশফিক নিজেদের খেলার মান বাড়ানোর কথাও শুনিয়েছেন, ‘আমাদের নিজেদের খেলার মানটাও বাড়াতে হবে। আশা করি আমরাও ভালো খেলা দেখাতে পারব, যেন আমাদের বেতনটা বৃদ্ধি পায়। আর পারিশ্রমিক বেশি হলেই যে আপনি দল পাবেন, তা কিন্তু নয়। এ বছর দেখেন অনেক ভালো খেলোয়াড়ও দল পায়নি। আমার মনে হয় সে দিকটা বিবেচনা করেই আমাদের এগুলো ঠিক করা উচিত।’

আগামী বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর আশ্বাস পেয়েছেন মুশফিকরা। এ ব্যাপারে এই উইকেটরক্ষক বলেছেন, ‘হ্যাঁ আমরা আশ্বাস পেয়েছি। আর এটা পরের বিপিএল থেকেই হবে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে পার্থক্য যাতে কম হয়, সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত। (স্থানীয়) টপ প্লেয়ার হয়তো ৪-৫ জন আছেন, কিন্তু ৫০ থেকে ৬০ জন আছে, যারা প্রতি বছর দারুণ পারফর্ম করে যাচ্ছে। এমনকি বিপিএলেও অনেক ভালো খেলে। শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী- এরা সবাই ভালো খেলেছে, কিন্তু তাদের ক্যাটাগরি কিন্তু ভালো নয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই