X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিসিবির ফেসবুক পেজে ‘বিশেষ’ একটি দলের প্রচারণা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩৯

বিসিবির ফেসবুক পেজে ঢাকা প্লাটুনের ক্রস প্রোমোশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঢাকা প্লাটুনের প্রচারণা চালানো হচ্ছে। বঙ্গবন্ধু বিপিএলের অন্য কোনও দলের পেজকে এভাবে প্রচার করেনি বিসিবি, শুধুমাত্র ‘বিশেষ সুবিধা’ দেওয়া হচ্ছে ঢাকার দলটিকে।

কিন্তু কেন? এই প্রশ্নটা বেশ জোরেশোরেই উঠেছে। কেননা এখন পর্যন্ত বিসিবির অফিসিয়াল পেজে পুরোনো কোনও ক্রস প্রোমোশন দেখা যায়নি। অথচ ঢাকা প্লাটুনের দুটি পোস্ট ক্রস প্রোমোশন আছে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে।

বঙ্গবন্ধু বিপিএলের অন্য কোনও দল এই সুবিধা না পেলেও বিসিবির অফিসিয়াল পেজ থেকে ঢাকা প্লাটুনের পেজ প্রোমোশন করা হচ্ছে। এ নিয়ে বিতর্ক উঠেছে। যদিও বিসিবির কর্মকর্তাদের দাবি, বোর্ড বিভিন্ন দলের পেজ শেয়ারের অধিকার রাখে।

বিসিবি কি বিপিএলের কোনও দলের প্রচারণা চালাতে পারে, এমন প্রশ্নে বোর্ডের এক কর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিসিবি কোনও দলের ফেসবুক পেজ থেকে কিছু প্রচার করতে পারবে না, এমন কোনও বাধ্যবাধকতা নেই। সব দলই বিসিবির অংশ। আমরা সম্মিলিতভাবে কাজটা করছি।’

বিসিবির ফেসবুক পেজে ঢাকা প্লাটুনের ক্রস প্রোমোশন বিসিবি তাদের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে ঢাকা প্লাটুনের ‘অতিরিক্ত’ প্রচারণা চালাচ্ছে ক্রস প্রোমোশনের মাধ্যমে। বিসিবির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপডেট সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে গাজী গ্রুপ। বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনের স্পন্সর হিসেবে রয়েছে এই প্রতিষ্ঠানটি। এই কারণেই হয়তো ‘বিশেষ সুবিধা’ পাচ্ছে ঢাকা প্লাটুন!

বিসিবি পেজ পরিচালিত হয় কনটেন্ট ম্যাটার্স লিমিটেডের মাধ্যমে, এই কোম্পানি ডিজিটাল কনটেন্ট প্রডাকশনের অংশ। কনটেন্ট ম্যাটার্স ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গাজী গোলাম মুর্তজা ও গাজী গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর এম. সালাউদ্দিন চৌধুরী এই কোম্পানির ডিরেক্টর ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্বে আছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
প্রখর রোদে নষ্ট হচ্ছে মাঠের ফসল, বৃষ্টি পেতে নামাজে মুসল্লিরা
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে চাকরি, ৫ ক্যাটাগরির পদে নিয়োগ
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
অলিম্পিকের আগে জার্মানিতে উচ্চতর প্রশিক্ষণ শায়েরা-রবিউলদের
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা