X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অতীতের মতোই ঘুরে দাঁড়াতে চান মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২০:২৬

বঙ্গবন্ধু বিপিএল দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মাশরাফি আন্তর্জাতিক অঙ্গনে শুধু ওয়ানডে ফরম্যাট চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সে কারণেই বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি তার। দীর্ঘ ৬ মাস পর বঙ্গবন্ধু বিপিএল দিয়ে আবার ২২ গজে ফিরেছেন সীমিত ওভারে বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। যদিও ফেরাটা সুখকর হয়নি ঢাকা প্লাটুন অধিনায়কের।

ইংল্যান্ড ও ওয়েলসের বিশ্বকাপে শেষ পাঁচ ম্যাচে উইকেটশূন্য ছিলেন মাশরাফি। আজ (বৃহস্পতিবার) রাজশাহী রয়্যালসের বিপক্ষে বঙ্গবন্ধু বিপিএলে নিজের প্রথম ম্যাচেও উইকেট পাননি। ৩ ওভারে ১৮ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। যদিও ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন মাশরাফি। অতীতের মতো আবারও কঠিন সময় কাটিয়ে ওঠার প্রত্যয় তার কণ্ঠে।

মাঠে ফেরার মতো প্রায় ৬ মাস পর প্রথমবার সংবাদমাধ্যমে কথা বলেছেন মাশরাফি। সেখানেই জানিয়েছেন, অনেকদিন পর মাঠে ফেরার কারণেই ছন্দে ফিরতে কিছুটা সময় লাগছে তার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের বক্তব্য, ‘অনেক দিন পর মাঠে নামলাম, কিছুটা জড়তা আছে। খেলোয়াড়রা অনেক দিন বাইরে থাকলে এই সমস্যাগুলো হয়। কয়েকদিন কেটে গেলে সব স্বাভাবিক হয়ে আসবে। আমি বহুবার সমস্যা ওভারকাম করেছি। আশা করি এবারও করব।’

ঢাকা প্লাটুনে মাশরাফির সতীর্থ তামিম ইকবাল। এই ওপেনারও লম্বা সময় পর মাঠে নেমেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে ছিলেন না। স্ত্রীর পাশে থাকতে ভারত সিরিজেও যাননি তিনি। যে কারণে ঢাকা-রাজশাহী ম্যাচে তার ওপর ছিল বাড়তি নজর। যদিও ৫ রানে ফিরতে হয়েছে এই ওপেনারকে।

মাশরাফি অবশ্য তামিমের ফর্মহীনতা আমলে নিচ্ছেন না, ‘তামিমকে নিয়ে বেশি চিন্তার কিছু নেই। শেষ বছরও তামিম বেশির ভাগ ম্যাচে খুব একটা রান করতে পারেনি। কিন্তু ফাইনালে তার ব্যাটেই কিন্তু কুমিল্লা চ্যাম্পিয়ন হয়েছিল। এটা নিয়ে বেশি চিন্তার কারণ নেই, আবার অনেক আলোচনারও কিছু নেই।’

গত কিছুদিন ধরে ক্রিকেটাররা সংবাদমাধ্যমের ‘দোষারোপ’ করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছেন। ইন্দোর টেস্টে মুমিনুল হক দলের ব্যর্থতার জন্য সংবাদমাধ্যমকে দায়ী করেছিলেন। বুধবার ইমরুল কায়েসও নিজের ব্যর্থতা ঢাকতে কাঠগড়ায় তোলেন সংবাদমাধ্যমকে। বিষয়টি নিয়ে মাশরাফির বক্তব্য, ‘আপনারা (সাংবাদিক) একটা জায়গায় আছেন, খেলোয়াড়রা আরেক জায়গাতে। যে যার কাজ করবে, সেটাই তো স্বাভাবিক। মিডিয়াকে দোষ দিয়ে তো আর ভালো খেলা যাবে না। মিডিয়ার লেখালেখির কারণে যদি মাথায় ঝামেলা তৈরি হয়, তাহলে সেটা ইগনোর করাই উত্তম। বড় খেলোয়াড়রা এটাই করবে।’

বিশ্বকাপের পর থেকে মিডিয়াকে এড়িয়ে চলছেন মাশরাফি। ৬ মাস পর প্রথমবার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। বিষয়টি নিয়ে মাশরাফি বলেছেন, ‘আপনারা আপনাদের পেশাগত জায়গায় কাজ করবেন। আর আমি আমার খেলায় থাকব। বিশ্বকাপের পর আমি ক্রিকেটে ছিলাম না যে, আপনাদের সামনে এসে কথা বলব। আবার সময় এসেছে, তাই আজ এসে কথা বললাম।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা