X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অবসরের সিদ্ধান্ত পাল্টালেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:০৫

ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিবাদের জের ধরে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডোয়াইন ব্রাভো। এক বছরেরও বেশি সময় পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন এই অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লক্ষ্য তার।

২০১৬ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের জার্সি পরা হয়নি ব্রাভোর। ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলার কারণে শেষ পর্যন্ত অবসর নেন তিনি। বোর্ডে এসেছে বেশ কিছু পরিবর্তন, তাতেই আবার খেলার ইচ্ছা জেগেছে ব্রাভোর। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানালেন, ‘বিশ্বে আমার যত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছে, আজ তাদের জন্য একটি ঘোষণা দিচ্ছি যে আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এটা গোপন নয় যে, প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তন এসেছে।’

ব্রাভো আরও যোগ করেছেন, ‘ইতিবাচক কিছু পরিবর্তনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আমি। কোচ ফিল সিমন্স ও অধিনায়ক কিয়েরন পোলার্ড আছে। আবারও ফিরতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। বিশেষ কিছুর অংশ হতে আমি উন্মুখ হয়ে আছি।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেতে চান ব্রাভো, ‘শক্তিশালী দল নিয়ে আমরা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারি। দলে সুযোগ পেলে আমি আমার সেরাটা দিবো। সবসময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

গত নভেম্বরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পাল্টানোর ইঙ্গিত দিয়েছিলেন ব্রাভো। আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে উইন্ডিজ ৩-০ তে হোয়াইটওয়াশ করার পর ইনস্টাগ্রামে এধরনের পোস্ট দেন তিনি। এবার সরাসরি জানিয়ে দিলেন, অবসরে থাকছেন না তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!