X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পার্থ টেস্টে আর বল করতে পারবেন না ফার্গুসন

স্পোর্টস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৫

লকি ফার্গুসন অভিষেক টেস্ট স্মরণীয় করে রাখতে চাইবেন যে কোনও ক্রিকেটারই। সেরকম কোনও স্বপ্ন নিয়েই হয়তো পার্থে ক্যারিয়ারের প্রথম টেস্টে নেমেছিলেন লকি ফার্গুসন। কিন্তু চোট কেড়ে নিলো তার স্বপ্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে আর বলই করতে পারবেন না কিউই পেসার।!

কাফ ইনজুরিতে সিরিজের প্রথম টেস্টের বোলিংয়ে আর দেখা যাবে না ফার্গুসনকে। নিউজিুল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ডান কাফে টান লেগেছে এই পেসারের, যাতে পার্থের পুরো ম্যাচে আর বল করতে পারবেন না তিনি। একজন কম বোলার নিয়েই খেলতে হবে কিউইদের।

বৃহস্পতিবার প্রথম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সময় ব্যথা পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ফার্গুসন। পরে তার অবস্থা ‍জানতে করা হয় এমআরআই। পরীক্ষা-নিরীক্ষা শেষে কাফ ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এক বিবৃতিতে সফরকারী দলটি জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে, লকি ফার্গুসনের ডান ‍কাফে টান লেগেছে, যে কারণে পার্থের প্রথম টেস্টে আর বল করতে পারবেন না তিনি। যদিও ব্যাট করতে কোনও অসুবিধা নেই। তার সেরে ওঠার প্রক্রিয়ার ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব আমরা।’

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চোট পেয়েছিলেন ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়ার সফরের প্রথম টেস্টের আগে এই পেসার ফিট হয়ে উঠতে না পারায় সুযোগ পেয়ে যায় ফার্গুসন। যদিও ক্যারিয়ারের প্রথম টেস্ট শেষ হয়ে গেছে মাত্র ১১ ওভারে। উইকেট উদযাপনও করা হয়নি তার। অবশ্য স্টিভেন স্মিথের ব্যাট ছুঁয়ে আসা বল স্লিপে টম ল্যাথাম না ছাড়লে দারুণভাবেই প্রথম উইকেট রাঙাতে পারতেন ফার্গুসন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়