X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রুট

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১১:০৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩২

জো রুট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি জো রুটের। ওয়ানডে স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্রস্তুতি’তে তাকে বাইরে রেখেছে ইংলিশ নির্বাচকরা।

২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এজন্য সব দলই বেশি করে কুড়ি ওভারের ম্যাচ খেলছে নিজেদের ঝালিয়ে নিতে। এই অবস্থায় ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হারিয়েছেন রুট। যদিও ইংলিশ নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় ভালোমতোই আছেন ‍এই ব্যাটসম্যান। অন্য খেলোয়াড়দের দেখে নিতেই টেস্ট অধিনায়ককে বাইরে রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। ৫০ ওভারের স্কোয়াডে অবশ্য আছেন রুট। যদিও ওয়ানডে দলে জায়গা হয়নি বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত বোলিং করা লিয়াম প্লাঙ্কেটের। টেস্ট থেকে স্বেচ্ছায় বিশ্রাম নেওয়া মঈন আলী আছেন সীমিত ওভারের দুই ফরম্যাটের দলেই।

টেস্ট সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে ইংল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর। এরপর ৪, ৭ ও ৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে যথাক্রমে ১২, ১৪ ও ১৬ ফেব্রুয়ারি।

গত জুলাইয়ে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতার পর দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই প্রথমবার ৫০ ওভারের ম্যাচে নামতে যাচ্ছে ইংলিশরা। বিবিসি

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টম, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, ম্যাথু পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, মার্ক উড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা