X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ক্লপের চুক্তি প্রিমিয়ার লিগের জন্য ভালো খবর: মরিনহো

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৩:৫১

জোসে মরিনহো ও ইয়ুর্গেন ক্লপ আবার প্রিমিয়ার লিগে ফিরেছেন জোসে মরিনহো। ইয়ুর্গেন ক্লপ আছেন আগে থেকেই। তাতে আবারও ডাগআউটে বিশ্বসেরা দুই কোচের লড়াই দেখার সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। মাঠে তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী হলেও লিভারপুলে ক্লপের নতুন চুক্তিকে কিন্তু প্রিমিয়ার লিগের জন্য ‘ভালো খবর’ হিসেবেই দেখছেন পর্তুগিজ কোচ।

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলের দায়িত্ব নিয়ে ইংলিশ ক্লাবটির সোনালী অতীত ফিরিয়ে এনেছেন ক্লপ। গত মৌসুমে তার অধীনেই চ্যাম্পিয়নস লিগ জিতেছে অলরেডস। এবার প্রিমিয়ার লিগের শিরোপ দৌড়ে রেখেছেন তাদের। সাফল্য এনে দেওয়া এই কোচের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে ইংলিশ ক্লাবটি। জার্মান কোচের দীর্ঘ চুক্তিকে প্রিমিয়ার লিগে জন্য ‘মঙ্গলজনক’ মনে করছেন মরিনহো।

মাউরিসিও পোচেত্তিনোকে বরখাস্ত করে মরিনহোকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে টটেনহাম। নতুন ‍ক্লাবের দায়িত্ব নেওয়া পর্তুগিজ কোচ ক্লপের চুক্তি নবায়ন প্রসঙ্গে বলেছেন, ‘আমরা সবসময় সেরা খেলোয়াড় ও কোচকে চাই, তিনি (ক্লপ) অন্যতম সেরা। এটা (ক্লপের নতুন চুক্তি) প্রিমিয়ার লিগের জন্য খুবই ভালো খবর।’

সঙ্গে যোগ করেছেন, ‘লিভারপুলের ভক্ত ও খেলোয়াড়ের জন্য এটা দারুণ খবর। কারণ এটা পরিষ্কার তারা একে অন্যকে পছন্দ করে। তাদের সম্পর্কটাও দারুণ।’

গত নভেম্বরে টটেনহামের দায়িত্ব নেওয়ার পর ছয় ম্যাচের মাত্র একটিতে ‘ক্লিনশিট’ রাখতে পেরেছেন মরিনহো। সময়ের অভাবে রক্ষণের জায়গা এখনও ঠিকঠাক করতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। মরিনহোর বক্তব্য, ‘আমি প্রতিদিনই আমার কোচিং স্টাফের কাছে অভিযোগ করছি (আমাদের হাতে সময় নেই)। এটার জন্য আমি বিশেষ অনুশীলন চাই। খেলোয়াড়দের এখন পর্যন্ত আমি যা দিয়েছি, তাতে আমি সন্তুষ্ট নই। তাদের আরও অনেক কিছু দিতে চাই। যদিও ধাপে ধাপে আমরা সবকিছু করছি।’

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টটেনহাম ৩-১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে। তাই ‘বি’ গ্রুপের রানার্স-আপ হয়ে সোমবারের শেষ ষোলোর ড্রতে যাচ্ছে স্পার্স। আর প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে টটেনহাম, চ্যাম্পিয়নস লিগের জায়গা থেকে ৬ পয়েন্ট দূরে। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!