X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পার্থে অস্ট্রেলিয়ার বিশাল লিড

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২০:০৭

ল্যাবুশ্যাগনের ব্যাট আবার হেসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪১৬ রান করা অস্ট্রেলিয়া পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারছে না। টিম সাউদির তোপে পড়েছে তারা। তারপরও ৪১৭ রানের বিশাল লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এখনও তাদের হাতে আছে ৪ উইকেট।

নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে দিয়েই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অজিরা। তাতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৭ রানে শনিবারের খেলা শেষ করলেও এগিয়ে তারা। জো বার্নস ও মার্নাস ল্যাবুশ্যাগনের ফিফটি এই বিশাল লিড নিতে সবচেয়ে বড় অবদান রাখে।

৫ উইকেটে ১০৯ রানে নতুন সকাল শুরু করেছিল কিউইরা। ৫৭ রানে বাকি উইকেটগুলো হারায় তারা। ৮ রানে দিনের প্রথম শিকার হন বিজে ওয়াটলিং। ৬৬ রানে দিন শুরু করা রস টেলর এরপর বিদায় নেন। নাথান লায়নের বলে ৮০ রানে স্টিভেন স্মিথের ক্যাচ হন তিনি। আর কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি।

কলিন ডি গ্র্যান্ডহোমকে (২৩) ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। দলীয় ১৬৬ রানে মিচেল স্যান্টনার (২) ও টিম সাউদি (৮) আউট হলে ২৫০ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন স্টার্ক। দুটি পান লায়ন।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে কাঁপান সাউদি ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৪ রানে ডেভিড ওয়ার্নারকে (১৯) হারায় অস্ট্রেলিয়া। বার্নস ও ল্যাবুশ্যাগনের ৮৭ রানের জুটিতে এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি হাঁকানোর পথে বছরের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০০০ রানের ঘরে পৌঁছান ল্যাবুশ্যাগনে। ৭৯ বলে হাফসেঞ্চুরি করার দুই বল পর ফিরে যেতে হয় তাকে। ল্যাবুশ্যাগনের ৮১ বলে ৫০ রানের ইনিংসে ছিল ৩ চার।

বার্নসের ধীরস্থির ইনিংসের সমাপ্তি ঘটে সাউদির বলে। ১২৩ বলে ৬টি চারে ৫৩ রান করেন হেনরি নিকলসের ক্যাচ হন তিনি।

দলীয় ১৪৮ রানে ৩ উইকেট হারানো অজিদের আরও তিন ব্যাটসম্যান ফিরে যান আর ১২ রান করতেই। স্টিভ স্মিথ (৮), ট্রাভিস হেড (৫) ও টিম পেইন (০) বিদায় নিলে ম্যাথু ওয়েড ও প্যাট কামিন্স ক্রিজে ছিলেন। ওয়েড ৮ ও কামিন্স ১ রানে খেলছিলেন।

সাউদি নেন অস্ট্রেলিয়ার ৪ উইকেট। অন্য দুটি উইকেট নেইল ওয়াগনারের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা