X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উইনালডামকে নিয়ে লিভারপুলের ক্লাব বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৪২

ওয়াটফোর্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান উইনালডাম ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে অনিশ্চিত জর্জিনিয়ো উইনালডাম। শনিবারের প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে হ্যামস্ট্রিং চোট পেলেও তাকে নিয়ে কাতার যাচ্ছে লিভারপুল। প্রথম বিশ্বকাপের লক্ষ্যে রবিবার ২০ জনের দল ঘোষণা করেছে অল রেডরা।

আগামী বুধবার সেমিফাইনাল দিয়ে শুরু হবে লিভারপুলের বিশ্বকাপ। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে মন্টেরেই। মেক্সিকান ক্লাবের মুখোমুখি হওয়ার আগে উইনালডামের চোটে ধাক্কা খায় ইউরোপ চ্যাম্পিয়নরা। ক্লাব নিশ্চিত করেছে, পেশীর সমস্যায় ভুগছেন গত আসরের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সার জোড়া গোল করা এই মিডফিল্ডার। তবুও ২৯ বছর বয়সী এই ফুটবলারকে নিয়েই দোহার বিমানে উঠবে তারা।

ইয়ুর্গেন ক্লপের দলে থাকছেন না ডিফেন্ডার দেহান লভরেন, চ্যাম্পিয়নস লিগে সলসবুর্গের বিপক্ষে পেশীর চোট কাটিয়ে ওঠেননি এখনও। ২৩ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন তরুণ মিডফিল্ডার হার্ভে এলিয়ট ও স্ট্রাইকার রিয়ান ব্রেউস্টার।

২০০৫ সালে প্রথম ও সবশেষ ক্লাব বিশ্বকাপ খেলেছিল লিভারপুল। সাও পাওলোর কাছে হেরে রানার্স-আপ হয় তারা। এবার ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয় অধিনায়ক জর্ডান হেন্ডারসনের কণ্ঠে, ‘জিততে সেখানে যাচ্ছি আমরা। বুধবার আমাদের বড় ম্যাচ এবং আশা করি আমরা ভালোভাবে জিতে ফাইনালে উঠবো।’

কাতারে অল রেডরা অন্তত দুটি ম্যাচ খেলবে। সেমিফাইনালের পর হয় তারা শনিবার ফাইনাল খেলবে, নয়তো ওইদিনের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

মন্টেরেইর বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার লিগ কাপে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লিভারপুল। কিন্তু দোহায় প্রথম সারির দল থাকায় ওই ম্যাচে বিকল্প দল খেলাবে তারা।

লিভারপুলের ক্লাব বিশ্বকাপ দল: আলিসন, অ্যান্ডি লনারগান, আদ্রিয়ান; ভার্জিল ফন ডাইক, জো গোমেজ, অ্যান্ডি রবার্টসন, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, নেকো উইলিয়ামস; জর্জিনিয়ো উইনালডাম, জেমস মিলনার, ন্যাবি কেইটা, কুর্তিস জোনস, জর্ডান হেন্ডারসন, অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন, অ্যাডাম লালানা, জারদান শাকিরি; রবার্তো ফিরমিনো, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, ডিভোক ওরিগি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি