X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিজয়ের চেতনায় দীপ্ত ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:২৭

ছবিটি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘ ত্যাগ আর সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে কাঙ্ক্ষিত বিজয়। বিশ্ব মানচিত্রে জন্ম নেয় বাংলা নামের এই দেশ।১৬ ডিসেম্বর দিনটা জাতির কাছে তাই সবচেয়ে বড় গৌরবের স্মারক । দেশের সবচেয়ে বড় ক্রীড়াদূত হিসেবে এখন যাঁদের ধরা হয়, সেই ক্রিকেটারদের কাছেও বিজয় দিবস অশেষ গৌরবময় অনুভূতির দ্যোতক। লাল-সবুজের চেতনায় তাঁরা উদ্বেলিত হন, উজ্জীবিত হন, নিজেদের ভাব প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আজ ৪৯তম বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, মুশফিক, জাহানারারা।

নিজের ফেসবুকে এক বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আজ আমরা এই পতাকা অনেক গর্বের সাথে ধরে রাখি। ১৬ ডিসেম্বর একটি বিজয় যা আমাদের জন্য অনেক জয়ের জন্য দরজা খুলে দিয়েছে। স্যালুট মুক্তিযোদ্ধাদের, কখনো ভোলা যাবে না।’

পতাকা হাতে শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম। নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকা সাকিবও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বেছে নিয়েছেন ফেসবুক, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে উজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়।’

নিজের ফেসবুক পেজে দিনটির তাৎপর্য তুলে ধরে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ, ‘আজ অনেক সাহসী-হৃদয় থেকে ত্যাগের দিন। তাঁদের সংগ্রাম এবং সাহসিকতার কথা ভুলে যাওয়া যায় না। শুভ বিজয় দিবস।’

রুবেল হোসেন লিখেছেন, 'এ দেশ আমার গর্ব-এ বিজয় আমার প্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগে পেয়েছি আমরা স্বাধীনতা।'

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তার ফেসবুকে লিখেছেন, 'দেশের মুক্তির জন্য যে সমস্ত যোদ্ধা নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা চিরকাল মানুষের হৃদয়ে থাকবেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।'

এক বিজয় দিবসেই জন্ম বলে যাঁর নামের সঙ্গে জুড়ে গেছে বিজয় শব্দটি, সেই ক্রিকেটার এনামুল হক বিজয় লিখেছেন, ‘আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। ১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামনা করছি।সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

সাব্বির রহমান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা,আমরা তোমাদের ভুলবো না....। সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

সৌম্য সরকার বিজয় দিবস নিয়ে লিখেছেন, ‘যাঁদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাঁদের জানাই হাজারও সালাম, বিনম্র শ্রদ্ধা।’

সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন গত ভারত সফরে টেস্ট অধিনায়কত্বে অভিষিক্ত মুমিনুল হক, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম তাঁর ফেসবুক পোষ্টে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ