X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবস ক্রিকেটে সব আলো কেড়ে নিলেন রফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ রফিক। তাঁর ৪৯ চলছে। এই বয়সেও ক্রিকেটটা তিনি ভালোই খেলেন। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোহাম্মদ রফিক ৩৯ বলে খেললেন ৮১ রানের বিধ্বংসী এক ইনিংস। তাঁর ইনিংসেই কুপোকাত মিনহাজুল আবেদীনের নেতৃত্বে খেলা শহীদ মুশতাক একাদশ। এক সময় জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন। ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেই শহীদ জুয়েল একাদশকে ম্যাচ জিতিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে বিসিবির কাছে একটা আবদারও করেছেন, সামনে যেন আরও বড় পরিসরে আয়োজিত হয় বিজয় দিবস ক্রিকেট।

এক সময় বাংলাদেশ দলের সেরা বাঁহাতি স্পিনার ছিলেন মোহাম্মদ রফিক। তবে আজ সোমবার বোলিংয়ে নয়, ম্যাচ সেরা হয়েছেন তিনি ব্যাটিং করে। জাতীয় দলে তাঁর মূল ভূমিকা ছিলো স্পিনার হিসেবে। তবে ব্যাট হাতে শেষ মুহূর্তে ঝড় তুলতে পারতেন। এই ঝড় তুলতে পারার ক্ষমতাই বেশ কিছু ম্যাচে ওপরে ব্যাটিং করার সুযোগ এনে দেয় মোহাম্মদ রফিককে।  পঞ্চাশ ওভারের ক্রিকেটে তাঁর দুটি হাফসেঞ্চুরি। দুটিই ওপেনিংয়ে নেমে। ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে খেলেছিলেন ৭৭ রানের ইনিংস, ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের ইনিংস। ওই দুটি ইনিংসের সঙ্গে বিজয় দিবসের  প্রীতি ম্যাচের তুলনা চলে না। তবে রফিক আজ ৮১ রানের ইনিংস খেলে বোঝালেন, তাঁর খেলোয়াড়ি দক্ষতায় একেবারেই মরচে পড়েনি ।

টস জিতে আগে ব্যাটিং করা শহীদ জুয়েল একাদশ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৬২ রান । বহুদিন পর ২২ গজে নেমে এহসানুল হক খেলেন সর্বোচ্চ ৫২ রানের ইনিংস। সজল চৌধুরী অপরাজিত থাকেন ৪৬ রানে। বাংলাদেশের প্রথম দিনগুলোর টেস্ট ওপেনার শাহরিয়ার হোসেনের ব্যাট থেকে আসে ৩২ রানের ইনিংস।

জবাবে ১৮.২ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শহীদ মুশতাক একাদশ।  ৩৮ রানে দুই উইকেট হারানো মুশতাক একাদশ মেহরাব হোসেন   ও  অধিনায়ক মোহাম্মদ রফিকের তৃতীয় উইকেট জুটিতে দলের জয় নিশ্চিত করেন। তাঁরা দুজন মিলে গড়েন ১১৮ রানের জুটি । যদিও ম্যাচটি শেষ করে আসতে পারেননি আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান।  তিনি ৪৭ বলে ৪ চার এবং এক ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে আউট হন। তবে অধিনায়ক রফিক প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালান। ৩৯ বলে ৮ চার এবং ৫ ছক্কায় ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাঁহাতি  ব্যাটসম্যান।  বাংলাদেশের সাবেক এই তারকা  এদিন পুরোপুরিই ছিলেন ব্যাটসম্যান।মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।

ম্যাচ সেরার পুরষ্কার নেওয়ার পর সংবাদমাধ্যম রফিকের কাছে জানতে চায়, যেভাবে খেললেন চাইলে তো বিপিএল খেলতে পারতেন?  ৪৯ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার উত্তর দিয়েছেন হাসিমুখেই, ‘ওভাবে চিন্তা করার কোনো সুযোগ নেই। হয়তো পারতাম! কিন্তু যেখানে খেলছি, সেটাই ভালো। বিজয় দিবস ক্রিকেটে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেয়ে ভালো লাগছে। বিসিবির কাছে অনুরোধ করব, এই প্রীতি ম্যাচটি যেন আরও আকর্ষণীয় করে। তিন/চারটি ম্যাচ খেলার পর ১৬ ডিসেম্বর ফাইনাল হলে এটা আরও জমবে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো