X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

২ রানের জন্য রেকর্ড হলো না চট্টগ্রামের

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ২৩:১৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ২৩:৪৯

শট খেলার পথে ওয়ালটন। আর ২ রান করতে পারলেই বিপিএলের সর্বোচ্চ দলীয় স্কোরটা হতো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে চ্যাডউইক ওয়ালটন শেষ বলে ছয় মারায় দলীয় স্কোর হয়েছে ২৩৮। ইনিংস শেষে চট্টগ্রাম আফসোস করতেই পারে। আর যদি কয়েকটা বল হাতে থাকতো! তাহলে এই বছরের শুরুতে রংপুর রাইডার্সের গড়া ২৩৯ রানের স্কোরটা সহজেই টপকে যাওয়া যেত। রেকর্ডটা গড়া না গেলেও ম্যাচটা ১৬ রানে জিতেছে চট্টগ্রাম।

চট্টগ্রাম পর্বে আসার পর থেকে দুর্দান্ত খেলছে তারা। দুদিন আগে হওয়া ম্যাচটিও হয়েছিল হাই স্কোরিং। চট্টগ্রামের স্কোর ছিল ৪ উইকেটে ২২১ রান। আজকে টস হেরে ব্যাট করতে নামলে আগের স্কোরকেও টপকে গেছে ইমরুল কায়েসের দল। ওপেনার আভিষ্কা ফার্নান্ডো ঝড়ো সূচনা এনে দিলে বড় স্কোরের মঞ্চটা গড়েছেন ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন। আভিষ্কা ফিরেছেন ২৭ বলে ৪৮ রান করে। ইমরুল ফেরার আগে ঝড়ো গতিতে রান তুলেছেন। ৪১ বলে ৯টি চার ও এক ছয়ে করেছেন ৬২ রান। তার বিদায়ের পর তাণ্ডব চালিয়েছেন চ্যাডউইক ওয়ালটন। শেষ দিকে কুমিল্লাকে কোনো ছাড়ই দেননি। বিধ্বংসী ভূমিকায় ছিলেন পুরোপুরি। ২৭ বলে অপরাজিত ছিলেন ৭১ রানে।  ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ৬টি ছয়ের মার। সঙ্গী হয়ে নুরুল হাসানও কম যাননি। ১৫ বলে ২চার ও ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত থেকে দলেল স্কোর ৪ উইকেটে ২৩৮ রান করতে কার্যকরী ভূমিকা রেখেছেন।

বিশাল লক্ষ্যে খেলতে নামা কুমিল্লা ওয়ারিয়র্স ৩২ রানে ৩ উইকেট হারালেও তাদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ডেভিড মালান।  ঝড়ো গতিতে খেলে একটা সময় সেঞ্চুরির কাছেই ছিলেন। তাকে বিদায় দিয়ে কুমিল্লার জয়ের সম্ভাবনার ইতি ঘটান মেহেদী হাসান রানা। যিনি চট্টগ্রামে দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়ছেন সবার। বিদায় নেওয়ার আগে মালান ৩৮ বলে ৭টি চার ও ৫টি ছয়ে করেছেন ৮৪ রান।  

অবশ্য শানাকা ২১ বলে ৩৭ রানের ইনিংস খেলে লড়াইয়ের ঝাঁজ তোলার চেষ্টা করেছিলেন শেষ দিকে। দলীয় ১৭৯ রানে তাকেও ফিরতে হয়েছে মুক্তার আলীর বলে বোল্ড হয়ে। আবু হায়দার ১০ বলে ২৮ রানের মিনি ঝড় তুলে হারের ব্যবধান কমিয়েছন মাত্র। শেষ পর্যন্ত কুমিল্লা ৭ উইকেটে করতে পারে ২২২ রান।
আজকেও চট্টগ্রামের সেরা বোলার ছিলেন রানা। ২৮ রানে নিয়েছেন ৪টি উইকেট। আগের ম্যাচে তিনি ম্যাচসেরা হলেও এই ম্যাচে সেরা হয়েছেন ওয়ালটন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা