X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

দস্তানা হাতে প্রস্তুত আশরাফুল ইসলাম রানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ২০:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৮:২৯

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ গোলকিপার আশরাফুল ইসলাম রানা ফিলিস্তিন ঢাকায় এসেই শিরোপা ধরে রাখার কথা বললো। আগামী বুধবার বঙ্গবন্ধু গোল্ডকাপে প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। ফিলিস্তিনের ফরোয়ার্ডরা যেকোনও সময় লক্ষ্যভেদে পারঙ্গম, সেই  প্রমাণ পাওয়া গেছে গতবারই। কক্সবাজারের সেমিফাইনালে ২-০ গোলে হেরেছিল স্বাগতিকেরা। এবার তাই প্রতিপক্ষকে রুখে দেওয়ার চ্যালেঞ্জ। এজন্য বাড়তি সজাগ থাকতে হবে ডিফেন্ডারসহ গোলকিপারকেও!

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে আজ সোমবার সে জন্যই হয়তো গোলকিপারসহ ডিফেন্ডারদের বাড়তি ঘাম ঝরাতে দেখা গেল। স্বাগতিক দলের এক নম্বর গোলকিপার আশরাফুল ইসলাম রানা। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না তা বুঝতে পারছেন তিনি, ‘ফিলিস্তিনের বিপক্ষে আমাদের পরীক্ষা দিতে হবে। ম্যাচের প্রতিটি মুহুর্তে রাখতে হবে সজাগ দৃষ্টি। ওরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লক্ষ্যে শট নিয়ে থাকে। অনেক সময় জোরালো শটও করে। তাই আমাদের সবাইকে যার যার জায়গায় সেরাটা দিয়ে খেলতে হবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচে ৮ গোল খেয়েছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে এসে অনেক সময় খেই হারিয়ে ফেলেন খেলোয়াড়েরা। এ ছাড়া সেটপিস থেকেও গোল খেয়ে পয়েন্ট হারানোর রেকর্ড আছে। এবার যাতে  সেই ভুলগুলো না হয়, সেই সর্বস্ব দিয়ে সেই চেষ্টা করা হবে বলে জানালেন রানা, ‘আমাদের আরও মনোযোগী হওয়া উচিত। যেন শেষ মুহূর্তে ভুলগুলো না হয়। আমরা নিজেদের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপের শুরুটা ভালো করতে চাই। ওরা টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক দিয়ে বেশ এগিয়ে। সেভাবেই আমাদের মাঠে নামতে হবে। আমিসহ ডিফেন্ডারদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে।’

দলের গোলকিপিং কোচ রায়ান মিমসও সবাইকে সচেতন হতে বললেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের সঙ্গে শেষদিকে এসে গোল খেতে হয়েছে। এখানে গোলকিপারের ভুল সেভাবে নেই। পুরো টিমকে সচেতন হতে হবে। ওমান তো শক্তিশালী দল ছিল। এখন সবাই যদি নিজেদের জায়গা থেকে সতর্ক হয়ে খেলে তাহলে ভালো ফল সম্ভব।’

/টিএ/পিকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়