X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিদানের বিশ্বাস ছিল জিতবেন

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২০, ২০:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:৫১

জিদানের বিশ্বাস ছিল জিতবেন ৯ ফাইনালের ৯টিতেই জয়! কোচ জিনেদিন জিদান এককথায় অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানো ফরাসি কিংবদন্তির সাফল্যে আছে ভাগ্যের ছোঁয়াও। টাইব্রেকার নামক লটারি সবসময় তার পক্ষে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালেও যেমন আরেকটি শিরোপা যোগ করলেন টাইব্রেকারে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য শেষ করে পেনাল্টি শুটআউটে রিয়াল পেয়েছে ৪-১ গোলের জয়। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া জিদানের বিশ্বাস ছিল, শিরোপার উচ্ছ্বাসে ভাসবে তার দলই।

স্পেনের বাইরে প্রথমবার নতুন ফরম্যাটে আয়োজন করা হয়েছিল স্প্যানিশ সুপার কাপ। সৌদি আরবের জেদ্দায় সাফল্যে একাদশ স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে রিয়াল। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও জিদানের মনে বিশ্বাস ছিল শিরোপা জয়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাই রিয়াল কোচের মুখে তৃপ্তির হাসি, ‘একটা পর্যায়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের। তবে বিশ্বাস ছিল, শেষ পর্যন্ত আমরাই জিতবো। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং লড়াই করেছি শেষ বাঁশি পর্যন্ত। এটা আসলে দলীয় সাফল্য।’

নগর প্রতিপক্ষদের প্রশংসাও করেছেন জিদান, ‘আমরা এখানে (জেদ্দা) এসেছিলাম ট্রফি জিততে। দুর্দান্ত একটি ফাইনাল পেয়েছি। আতলেতিকো খুব ভালো খেলেছে। আমরা সব খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই, এমনকি যারা এখানে খেলেনি, তাদেরকেও।’

১১৫ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিয়ালের ফেদে ভালভার্দেকে। আলভারো মোরাতাকে পেছন থেকে ট্যাকল না করলে হয়তো তখনই গোল পেয়ে যায় আতলেতিকো। অবস্থার গুরুত্ব বুঝে সরাসরি পা চালিয়ে দিয়েছিলেন ভালভার্দে। লাল কার্ড পেলেও ফাইনালের ম্যাচসেরা তিনি। উরুগুইয়ান মিডফিল্ডার প্রসঙ্গে জিদান বললেন, ‘ও দারুণ কাজ করেছে, অন্য কিছু ভাবার সুযোগও ছিল না। মোরাতার কাছে ও ক্ষমা চেয়েছে। ফেদে ম্যাচসেরা হয়েছে, তবে এই পুরস্কারটা আসলে প্রত্যেক খেলোয়াড়কে দিতে হবে।’

গত মৌসুমে ব্যর্থ রিয়ালকে শিরোপা জেতানো জিদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে প্রশংসার বৃষ্টিতে ভেজাচ্ছেন, ‘তিনি (জিদান) অনেক ট্রফি জিতেছেন, আমরা তাকে নিয়ে খুব খুশি। আশা করছি আরও শিরোপা জিততে পারব। জিদান আমাদের জন্য স্বর্গীয় আশীর্বাদ।’

/কেআর/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা