X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে ফেদেরার-নাদালও কাঠগড়ায়

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০১

মেলবোর্নের ধোঁয়ার মধ্যে ভক্তদের সঙ্গে ছবি তুলছেন নাদাল ভয়ঙ্কর দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া, বিপণ্ন হয়ে পড়েছে দেশটি। পুড়ে ছাই হয়ে যাচ্ছে ঘর-বাড়ি, গাছ, বন, বন্যপ্রাণী। বাতাস ধোঁয়ায় আচ্ছন্ন, নিঃশ্বাস নিতেই সমস্যা। এমন প্রতিকূল অবস্থায় ২০ জানুয়ারি শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। এই সময়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম আয়োজনের জন্য সমালোচিত হচ্ছে টেনিস অস্ট্রেলিয়া। এমনকি রজার ফেদেরার আর রাফায়েল নাদালও ‘নিস্ক্রিয় ভূমিকা’র জন্য কাঠগড়ায়!

মেলবোর্ন পার্কে টুর্নামেন্ট শুরুর আগে চলছে বাছাই পর্ব। মঙ্গলবার কাশতে কাশতে ম্যাচের মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছেন এক খেলোয়াড়। বুধবার দ্বিতীয় দিনেও সমস্যা হয়েছে খেলতে। যে কারণে কানাডার ব্রেইডেন স্নুয়ার ভীষণ ক্ষুব্ধ।

মাস্ক পরে মাহুতের প্রতিবাদ তার প্রশ্ন, রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার এবং র‌্যাঙ্কিংয়ে এক নম্বর নাদাল কেন কিছু করছেন না, ‘এমন পরিস্থিতিতে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের এগিয়ে আসতে হবে। কিন্তু রজার (ফেদেরার) আর রাফাকে (নাদাল) কিছুটা স্বার্থপর মনে হচ্ছে। তারা শুধু নিজেদের ক্যারিয়ারের কথা ভাবছে। হয়তো ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসায় তারা খেলাটার কথা ভাবছে না। অথচ তাদেরই এগিয়ে আসা উচিত।’

বাছাই পর্বে জয় পেলেও রাগ কমছে না ২০১৬ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা স্নুয়ারের। টুর্নামেন্ট কমিটিকে একহাত নিয়ে বলেছেন, ‘তারা আমাদের যেন ধাক্কা মেরে কোর্টে ফেলে দিয়েছে। কারণ আমরা তো বাছাই পর্বের খেলোয়াড়।’

ধোঁয়ায় আচ্ছন্ন অস্ট্রেলিয়ান ওপেনের ভেন্যু মেলবোর্ন পার্ক শুধু নবীন স্নুয়ার নন, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও মেলবোর্নের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ২০ বছর আগে ক্যারিয়ার শুরু করা ফ্রান্সের নিকোলাস মাহুত মাস্ক পরা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘প্রথম রাউন্ডের জন্য প্রস্তুত।’ আর এটিপি প্লেয়ার কাউন্সিলের সদস্য ভাসেক পসপিসিলের টুইট, ‘এখন খেলোয়াড়দের ইউনিয়ন করার সময় এসেছে। অদ্ভুত এক অবস্থা!’

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
উবারের ‘নো কমেন্টস’ এর পরে কমেন্টস
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…