X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিতে পরের মৌসুমেও আছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২২:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৪৫

পেপ গার্দিওলা পেপ গার্দিওলার ছোঁয়ায় ম্যানচেস্টার সিটির বদলে যাওয়া কারও নজর এড়ায়নি। ইতিহাদে স্প্যানিশ কোচের দ্বিতীয় মৌসুমেই অজস্র রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা। ক্লাব ইতিহাসে প্রথমবার টানা দুবার ইংলিশ চ্যাম্পিয়ন হয়েছে গত মৌসুমে, ইংল্যান্ডের প্রথম ট্রেবলজয়ী দলও তারা। কিন্তু এবার প্রিমিয়ার লিগে দেখা যাচ্ছে ছন্দপতন। তাতে দমে যাচ্ছেন না গার্দিওলা, বরখাস্ত না হলে থাকবেন পরের মৌসুমেও।

২০১৬ সালের শুরুতে ম্যানচেস্টার সিটির সঙ্গে তিন বছরের চুক্তি করেন গার্দিওলা। স্পেন ও জার্মানিতে ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনের পর ইংল্যান্ডে প্রথম মৌসুম কোনও ট্রফি জেতেননি। তবে নিজেকে চেনাতে সময় নেননি। ২০১৮ সালে পয়েন্ট (১০০), জয় (৩২), গোল (১০৬) ও টানা জয়ের (১৮) রেকর্ড গড়ে তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জেতে ম্যানসিটি। এ ছাড়া লিগ কাপেও চ্যাম্পিয়ন হয় তারা। এই সাফল্যের কারণেই তার সঙ্গে চুক্তিটা ২০২১ সাল পর্যন্ত বাড়িয়ে নেয় ক্লাব কর্তৃপক্ষ।

নতুন চুক্তির প্রতিদান দিয়েছেন গার্দিওলা গত মৌসুমে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ-প্রথম ট্রেবলজয়ী দলের মর্যাদা পায় ম্যানসিটি । ইংলিশ চ্যাম্পিয়নরা টানা তৃতীয়বার লিগ ট্রফির দৌড়ে অনেক পিছিয়ে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের (৬১) চেয়ে এখন ১৪ পয়েন্ট পেছনে  (৪৭)। তবে অন্য তিনটি প্রতিযোগিতায় আছে শিরোপা জয়ের আশা জাগিয়ে। এফএ কাপের চতুর্থ রাউন্ড, লিগ কাপের সেমিফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে গার্দিওলার দল।

শোনা যাচ্ছে, লিগের পাশাপাশি ইউরোপীয় মঞ্চে ব্যর্থ হলে চলে যাবেন সাবেক বার্সা কোচ। কিন্তু গুঞ্জন উড়িয়ে দিলেন গার্দিওলা । যা-ই ঘটুক না কেন, চুক্তি শেষ হলেই ক্লাব ছাড়বেন তিনি । ৪৮ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমি অনেকবার বলেছি, আমাকে যদি ক্লাব বরখাস্ত না করে, তাহলে আমি থাকার শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। পরের মৌসুম পর্যন্ত আমি অবশ্যই থাকছি। আগের দুটি ম্যাচ জিতেছি কিংবা গত কয়েক মাস ভালো খেলছি, সেজন্যে নয়। এই দলের সঙ্গে কাজ করাটাকে উপভোগ করছি আমি। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেও আমি যাচ্ছি না কোথাও।’

উত্থান-পতনকে স্বাভাবিক হিসেবে মনে করছেন গার্দিওলা, ‘কোচ হিসেবে ভালো-খারাপ মুহূর্ত থাকবে। সব সময় আপনি সবকিছু জিতবেন না। আমরা পরে যেটা করতে পারি, সেটা হলো আমাদের উন্নতি।’

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!