X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্মিথকে রোহিতের জবাব, সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ২২:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২২:২৬

রোহিতের সেঞ্চুরি উদযাপন ভারতে পা রাখার আগেই স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়াকে ‘বিপজ্জনক’ বলা হচ্ছিল। ১০ উইকেটের দাপুটে জয়ে সিরিজ শুরু করে অজিরা ভড়কেও দিয়েছিল কোহলিদের। কিন্তু সেই দাপট আর ধরে রাখতে পারেনি তারা। রাজকোটের পর বেঙ্গালুরুতেও হারলো। আজ রবিবার অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতলো ভারত।

রাজকোটে মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হয়নি। বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারণী ম্যাচে সেই আক্ষেপ ঘুচিয়েছেন স্মিথ। তার ১৩১ রানের দুর্দান্ত ইনিংসের সৌজন্যে ৯ উইকেটে ২৮৬ রান করে টসজয়ী অস্ট্রেলিয়া। তাকে পাল্টা জবাব দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৪৭.৩ ওভারে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত।  

ডেভিড ওয়ার্নার (৩) আগেভাগে বিদায় নিলে ক্রিজে নামেন স্মিথ। মোহাম্মদ সামির বল অজি ওপেনারের ব্যাট ছুঁয়ে লোকেশ রাহুলের গ্লাভসে ধরা দেয়। দশ ওভার না পেরোতে আরেক ওপেনার ফিঞ্চেরও (১৯) বিদায়। স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অস্ট্রেলিয়া অধিনায়ক।

৪৬ রানে ২ উইকেট হারানোর পর বাড়তি চাপ পড়ে স্মিথের ঘাড়ে। সেটা কাটিয়ে মার্নাস লাবুশেনকে নিয়ে দলের হাল ধরেন সাবেক অধিনায়ক। স্পিনারদের বিপক্ষে দুই ব্যাটসম্যানের সাবলীল ব্যাটিং স্বস্তি এনে দেয় সফরকারীদের। তাদের দুর্দান্ত জুটি যখন হুমকি হয়ে উঠছিল, ঠিক তখন কোহলির দুর্দান্ত ক্যাচ হয়ে ফেরেন লাবুশেন।

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি স্মিথের ৬০ বলে ৫ চারে প্রথম ওয়ানডে ফিফটি করা লাবুশেন (৫৪) থামেন রবীন্দ্র জাদেজার বলে। ১২৭ রানের এ জুটি ভাঙার তিন বল পরই ভারতীয় স্পিনারের শিকার হন মিচেল স্টার্ক, রানের খাতা না খুলেই।

জোড়া উইকেট হারানোর ধাক্কা স্মিথ সামাল দেন অ্যালেক্স ক্যারিকে নিয়ে। ৩৭ ওভারে দলকে ২০০ রানে নেন তারা। রানের গতি যখন বাড়ছিল, তখনই ক্যারি (৩৫) কুলদীপের শিকার। তবে একপ্রান্ত আগলে রেখে নবম সেঞ্চুরিটা ঠিকই তুলে নেন স্মিথ। ১১৭ বলে ১১ চারে সেঞ্চুরি, আরও তিন চার ও এক ছক্কা যোগ করে ফিরে যান ১৩১ রানে। ইনিংসের শেষ দুই ওভারে তারটিসহ প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পাকে ফেরান সামি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি, দুটি জাদেজা।

লক্ষ্য তাড়ায় ১৩তম ওভারে লোকেশ রাহুল (১৯) আউট হলেও রোহিত ও কোহলির জুটিতে সহজ জয়ের দিকে এগোয় ভারত। দুজনের জুটি ছিল ১৩৭ রানের। ৪ রান করেই ৯ হাজার ওয়ানডে রানের ক্লাবে ঢোকা রোহিত নিজের ২৯তম সেঞ্চুরিটি করেছেন ১১০ বলে, ৮ চার ও ৫ ছয়ে।

কোহলিও দারুণ অবদান রাখেন দলকে ২০৬ রানে রেখে মাঠ ছাড়েন রোহিত। ১২৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ১১৯ রানে অ্যাডাম জাম্পার লেগ স্পিনে স্টার্কের ক্যাচ হন। লক্ষ্য কমে যেতে থাকায় সেঞ্চুরির তাড়া ছিল কোহলির, পারেননি। ৯১ বলে ৮ চারে ৮৯ রানে জশ হ্যাজেলউডের বলে বোল্ড ভারত অধিনায়ক। শ্রেয়াস আইয়ারের সঙ্গে তার জুটিটি ছিল ৬৮ রানের।

মনীষ পান্ডেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন আইয়ার। ১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ৪৪ রানে অপরাজিত থাকেন আইয়ার, ৮ রানে মনীষ।

সংক্ষিপ্ত স্কোর

টস: অস্ট্রেলিয়া, ব্যাটিং

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৬/৯ (ওয়ার্নার ৩, ফিঞ্চ ১৯, স্মিথ ১৩১, লাবুশেন ৫৪, স্টার্ক ০, ক্যারে ৩৫, টার্নার ৪, অ্যাগার ১১, কামিন্স ০, জাম্পা ১, হ্যাজেলউড ১; বুমরা ০/৩৮, সামি ৪/৬৩, সাইনি ১/৬৫, কুলদীপ ১/৬২, জাদেজা ২/৪৪)

ভারত: ৪৭.৩ ওভারে ৩/২৮৯ (রোহিত ১১৯, রাহুল ১৯, কোহলি ৮৯, আইয়ার ৪৪*, পান্ডে ৮*; কামিন্স ০/৬৪, স্টার্ক ০/৬৬, হ্যাজেলউড ১/৫৫, অ্যাগার ১/৩৮, জাম্পা ১/৪৪, লাবুশেন ০/১১, ফিঞ্চ ০/৯)

ফল: ভারত ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: রোহিত শর্মা

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ভারত ২-১ এ জয়ী

ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!