X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অভিষেকে উজ্জ্বল, মানিক-রাকিব থাকতে চান একাদশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ১৯:০১আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৯:০৯

মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা ও ফরোয়ার্ড রাকিব হোসেন দুজনেই অভিষেকের অপেক্ষায় ছিলেন। অভিষেকও হয়েছে তাদের। আর অভিষেক ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা ও ফরোয়ার্ড রাকিব হোসেন! বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন গোলে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি গোলেই রয়েছে অভিষিক্ত দুজনের সহায়তা। তিন গোলের দুটি করেছেন মতিন মিয়া, অন্যটি মোহাম্মদ ইব্রাহিম।

ম্যাচের প্রথমার্ধে মানিকের থ্রু থেকে গোলের খাতা খোলেন মতিন। একক প্রচেষ্টায় অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেছেন এই ফরোয়ার্ড। আর ইব্রাহিমের দেওয়া শেষ গোলটি হয়েছে রাকিবের বাঁ প্রান্তিক পাস থেকে।

মানিক এই প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আর রাকিব বিশ্বকাপ বাছাইপর্বে ওমানের বিপক্ষে দলে জায়গা পেলেও খেলার সুযোগ পাননি। বঙ্গবন্ধু গোল্ডকাপে অভিষিক্ত দুজনের স্বপ্নটা আরও প্রসারিত। খেলতে চান নিজের জন্য,দেশের জন্য।

মানিক রবিবার প্রথম ম্যাচ খেলতে নেমে কিছুটা নার্ভাস ছিলেন। তবে সময় গড়ানোর সঙ্গে সব জড়তা কেটে যায়। মানিক নিজেই বললেন, ‘আমি শুরুতে কিছুটা নার্ভাস ছিলাম। তবে সেটা কেটে যেতে সময় লাগেনি। কোচ আমাকে যেভাবে বলেছেন সেভাবে খেলেছি। নিজের জায়গা ধরে রেখে দলের জন্য খেলার চেষ্টা করেছি।’

মতিনের প্রথম গোলের পেছনে নিজের অবদানের কথা বলতে গিয়ে এই মিডফিল্ডার বলেছেন, ‘প্রথম গোলের আগে বল পেয়ে আমি থ্রু বাড়িয়েছিলাম। সেখানে আগে থেকেই দেখেছিলাম মতিন মিয়াকে। মাপা শট নিতে সময় নিইনি। তারপর তো দেখলাম মতিনের দৃষ্টিনন্দন গোল।’

অধিনায়ক জামাল ভূঁইয়ার চোটের কারণে একাদশে ঢোকেন মানিক। সেমিফাইনালের আগে জামাল ফিট হয়ে খেলার অপেক্ষায় । মানিককে হয়তো ফিরে যেতে হবে রিজার্ভ বেঞ্চে। তবে এই মিডফিল্ডার তা নিয়ে ভাবছেন না, ‘সামনে আমাদের সেমিফাইনাল। সেখানে আমাদের লড়াই করতে হবে। তবে আমি খেলবো কিনা জানি না। কোচ ঠিক করবেন। তবে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো, যাতে দল ফাইনালে যেতে পারে।’

চট্টগ্রামে গত বছর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে খেলার অভিজ্ঞতা আছে মানিকের। যে কারণে চাপ নেওয়ার অভ্যাসটা গড়ে উঠেছে, ‘চট্টগ্রামে চট্টগ্রাম আবাহনীর হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। সেখানে খেলে নিজের আত্মবিশ্বাস আরও বেড়েছে। বড় ম্যাচে চাপ নেওয়ার অভ্যাস সেখানে গড়ে উঠেছে। যা জাতীয় দলের হয়ে কাজে লাগছে।’

রাকিব এমন সুযোগ পাননি। তবে কাকতালীয় হলেও মানিকের সঙ্গেই এবার একই দল অর্থাৎ চট্টগ্রাম আবাহনীর হয়ে ঘরোয়া ফুটবলে খেলছেন। আবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মানিকের জায়গায় বদলি হিসেবে অভিষেক হয়েছে তার। মাঠে নামবেন, খেলবেন। এমনটা তার ভাবনায় ছিল না। কারণ তার চেয়ে যে অভিজ্ঞ খেলোয়াড়েরা আছেন।

তবে রাকিব আত্মবিশ্বাসী ছিলেন যে সুযোগ পেলে কিছু একটা করবেন। ইব্রাহিমের গোলের পেছনে অবদান রাখতে পেরে বরিশালের এই ফুটবলার উচ্ছ্বসিত, ‘এই ম্যাচে কোচ নামাবেন সেটা ভাবিনি। তবে কোচ যখন বললেন,নামতে হবে, তখন নিজেকে প্রস্তুত করে নিই। বদলি নেমে শুধু নিজের কাজটাই করেছি। কোচের নির্দেশনা ছিল, উইং থেকে যেন বলের জোগান হয়, অ্যাসিস্টটা ঠিকমতো যেন করতে পারি। সেটাই করতে পেরে ভালো লাগছে। এখন স্বপ্ন একাদশে জায়গা করে নেওয়ার। যদিও পথটা কঠিন। তারপরেও স্বপ্ন দেখতে দোষ কোথায়?’

ওদের এই স্বপ্ন পূরণ হলে একটা স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা চলবে। বাংলাদেশ দলেরই তাতে বড় লাভ।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!