X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিরাপত্তার চেয়ে সিরিজ জয়ের ভাবনাটাই বেশি নাজমুলদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ২০:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:১৫



পাকিস্তান সফরগামী বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় দিনের প্রস্তুতি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান সফরকে ঘিরে এখনও নানা কথাবার্তা হচ্ছে। একদিন আগে বিসিবি সভাপতি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়ে ক্রিকেটে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও জানালেন, তারা নিরাপত্তা নিয়ে ভাবছেন না।

২০১৮ সালের ডিসেম্বরে অনূর্ধ্ব-২৩ ইমার্জিং দলের হয়ে পাকিস্তানে খেলার অভিজ্ঞতা আছে নাজমুলের। ফলে পাকিস্তানের অবস্থা সম্পর্কে একটা ধারণা আছে ২১ বছর বয়সী ব্যাটসম্যানের।

১৫ জনের টি-টোয়েন্টি দলে থাকা নাজমুলই শুধু পাকিস্তান সফর করেননি। ইমার্জিং কাপের দলে ছিলেন শফিউল ইসলাম ও আফিফ হোসেনও। আপাতত নিরাপত্তার বিষয়টি মাথা থেকে সরিয়ে মাঠের খেলায় মনোযোগী হতে চায় বাংলাদেশ। টপ অর্ডার এই ব্যাটসম্যান বললেন, ‘না, আমরা নিরাপত্তা নিয়ে ভাবছি না। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলাটার দিকেই ফোকাস করছি। যেহেতু এগুলো আমাদের হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করছি না । গত বছরও আমি গিয়েছি সেখানে। ব্যক্তিগতভাবে এগুলো নিয়ে একদমই ভাবছি না।’

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল খেলেছিল করাচিতে । জাতীয় দলের প্রথম তিনটি টি-টোয়েন্টি হবে লাহোরে। নাজমুল লাহোরের উইকেট সম্পর্কে না জানলেও করাচিরটা জানেন, ‘গত বছর যে উইকেটে খেলে এসেছি, সেটা মাশাআল্লাহ্‌ খুব ভালো ছিল। স্পোর্টিং উইকেট। বোলাররা সাহায্য পায়, ব্যাটসম্যানদেরও সুবিধা আছে।’

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত বছর পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে। স্বাগতিকদের ডেরায় সবগুলো ম্যাচই জিতেছে সফরকারী শ্রীলঙ্কা। সাম্প্রতিক এই পরিসখ্যান বাংলাদেশকে আশাবাদী করে। নাজমুল এই সফরকে চ্যালেঞ্জিং মানলেও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী, ‘অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা যদি দল হিসেবে সেখানে খেলতে পারি, তাহলে ভালো ফলাফল সম্ভব, সিরিজ জেতা সম্ভব। যদিও ওদের দল নিয়ে আমরা খুব একটা চিন্তা করছি না। টি-টোয়েন্টিতে যেকোনও দল যেকোনও দিন জিততে পারে। আমরা ম্যাচ ধরে ধরে খেলব। প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটি জেতা।’

পরিবারের অনুমতি না মেলায় মুশফিকুর রহিম যাচ্ছেন না পাকিস্তানে। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। দলে অভিজ্ঞ ক্রিকেটার বলতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। পাকিস্তান সিরিজে নবীন ক্রিকেটাররাই বাংলাদেশের ভরসা। নাজমুলও মনে করেন নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত তরুণেরা, ‘আমাদের তরুণদের ওপর নির্বাচকেরা বিশ্বাস রেখেছে বলেই  আমাদের নিয়েছেন। এ রকম চিন্তা করছি না যে মুশফিক ভাইয়ের জায়গায় আমাদের বড় ভূমিকা পালন করতে হবে। ওরকম কিছু না, আমরা ইতিবাচক আছি। আমাদের নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারলে খুব একটা সমস্যা হবে না।’

২২ জানুয়ারি রাতে রওনা দিয়ে ২৩ তারিখ সকালে পাকিস্তান পৌঁছাবে বাংলাদেশ দল। পরদিনই গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়া সরাসরি খেলতে নামা কতটা কঠিন হবে, এমন প্রশ্নের জবাব নাজমুল বলেন, ‘খুব সমস্যা হবে বলে মনে হচ্ছে না। কারণ সবাই খেলার মধ্যেই ছিল।  প্রস্তুতির কথা যদি বলি, সবাই খুব ছন্দে আছে। প্রস্তুতি ম্যাচ হচ্ছে না, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না।’

বিপিএলের শুরুটা ভালো হয়নি। কিন্তু শেষ তিন ম্যাচে দারুণ ব্যাটিং করে সুযোগ করে নিয়েছেন জাতীয় দলে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলের বাইরে থাকলেও নাজমুল এর আগের সিরিজে ছিলেন। চলতি বিপিএলে ১১ ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে নাজমুলের রান ৩০৮। ঢাকা প্লাটুনের বিপক্ষে অপরাজিত ১১৫ রানের বিস্ফোরক ইনিংস খেলার পরের ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে আবার খেলেন ৭৮ রানের ঝলমলে ইনিংস। এই দুটি ইনিংসই আত্মবিশ্বাসের খোরাক জোগাচ্ছে নাজমুলকে, ‘শেষের কয়েকটা ম্যাচ ভালো গেছে আমার। তাই আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান যেতে পারছি।’

জাতীয় দলে নাজমুলের তিন সংস্করণেই অভিষেক হয়ে গেছে। কিন্তু কোনও ফরম্যাটেই নিজেকে প্রমাণ করতে পারেননি। এই মুহূর্তে অবশ্য অতীতে ফিরে যেতে চান না তিনি, ‘পুরোনো কিছু সামনে আনতে চাই না। বিপিএল থেকে যা শিখেছি ওটাই চেষ্টা করব, যেন ভুলগুলো না হয়। মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করি সুযোগ পেলে ভালো কিছু করবো।’

বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ওপেন করেছেন নাজমুল। জাতীয়  দলে নাজমুল কোথায় ব্যাট করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। যদিও ব্যাটিং পজিশন নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না তিনি, ‘সাধারণত আমি টপ অর্ডারে খেলি। ওখানে নামলে তো অবশ্যই ভালো। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে যেখানে সুযোগ পাবো, সেখানেই রান করা উচিত। বড় বড় ক্রিকেটাররা যেকোনও পজিশনে ব্যাটিং করে এবং রান করার ক্ষমতা রাখে। ওভাবেই আমি চিন্তা করছি।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া