X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাকিবুলের হ্যাটট্রিকে যুব বিশ্বকাপে দুর্দান্ত বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৭:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১৯:০৪

রাকিবুল হাসানের উইকেট উদযাপন। যুব বিশ্বকাপে বাঁহাতি স্পিনার পেয়েছেন হ্যাটট্রিক ‘ক্রিকেট খেলে কী হবে, পড়াশোনা মন দিয়ে করো’- এমন কথা শুনতে হয়েছে প্রতিনিয়ত। সঙ্গে ছিল বাবার হাতে ‘উত্তম-মধ্যম’ খাওয়ার ভয়ও। তবে কিছুতেই টলানো যায়নি রাকিবুল হাসানকে, স্বপ্নের পথে অবিচল থেকে গড়েছেন এক-একটি সিঁড়ি। যে সিঁড়ি ভেঙে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গড়লেন নতুন কীর্তি। দক্ষিণ আফ্রিকার চলমান যুব বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন এই স্পিনার। তার দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডকে অল্পতে আটকে রেখে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের সহজ জয়।

আজ (মঙ্গলবার) পোচেফস্ট্রুমের ম্যাচে রাকিবুলের সঙ্গে বাংলাদেশের অন্য বোলারদের দারুণ পারফরম্যান্সে ৩০.৩ ‍ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। সহজ লক্ষ্য ১৬.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখলো আকবর আলীরা। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

টস জয়ী স্কটল্যান্ড শুরু থেকেই সংগ্রাম করেছে। ২১ রানে তারা হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। মাঝে খানিকটা প্রতিরোধ গড়লেও রাকিবুলের ঘূর্ণিতে পুরোপুরি ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ইনিংসের ২৪তম ওভারে বল হাতে তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার যুব বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন তিনি। হ্যাটট্রিক করার পথে বাঁহাতি স্পিনার ফেরান কেস সাজ্জাদ, লিল রবার্টসন ও চার্লি পিটকে। শেষ ব্যাটসম্যান জেমি কার্ন্সকে আউট করে স্কটল্যান্ডের ইনিংসের ইতি টেনে দেওয়া রাকিবুল ৫.৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট।

তার সঙ্গে শরিফুল ইসলাম (২/১৩) ও তানজীম হাসান সাকিবের (২/২৬) কার্যকরী বোলিংয়ের সামনে দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র তিন স্কটিশ ব্যাটসম্যান- উজ্জাইর শাহ (২৮), জেমি কার্ন্স (১৭) ও অধিনায়ক আনগাস গাই (১১)।

৯০ রানের সহজ লক্ষ্যে প্রথম বলেই ওপেনার তানজিদ হাসান (০) ফিরলেও জয় পেতে কোনও সমস্যা হয়নি বাংলাদেশের। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন (২৫) ও শামীম হোসেনের (১০) বিদায়ের পর জয়ের আনুষ্ঠানিকতা সারেন মাহমুদুল হাসান জয় (৩৫*) ও তৌহিদ হৃদয় (১৭*)।

বাংলাদেশের হারানো ৩টি উইকেটই নিয়েছেন শন ফিশার-কেয়োগ।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩০.৩ ওভারে ৮৯ (উজ্জাইর ২৮, কার্ন্স ১৭, গাই ১১; রাকিবুল ৪/২০, শরিফুল ২/১৩, তানজীম ২/২৬)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৬.৪ ওভারে ৯১/৩ (মাহমুদুল ৩৫*, পারভেজ ২৫, হৃদয় ১৭*, শামীম ১০; ফিশার-কেয়োগ ৩/২৭)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: রাকিবুল হাসান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা