X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হ্যাটট্রিকে উচ্ছ্বসিত রাকিবুল (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৯:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:১১

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রথম হ্যাটট্রিক দেখেছে রাকিবুল হাসানের সৌজন্যে। ছবি: সাজ্জাদ হোসেন ছোট থেকেই তার ধ্যান-জ্ঞান ক্রিকেট। ২২ গজের সঙ্গে রাকিবুল হাসানের ভালোবাসা এতটাই গাঢ় ছিল যে, বাবা-মাকে না জানিয়ে গৃহশিক্ষকের টাকা ‘মেরে’ ভর্তি হয়ে যান একটি ক্রিকেট একাডেমিতে! এরপর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে তিনি এখন আলো ছড়াচ্ছেন বিশ্বমঞ্চে। দক্ষিণ আফ্রিকার চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রথম হ্যাটট্রিক দেখেছে বাংলাদেশের স্পিনিং অলরাউন্ডারের সৌজন্যে। স্বাভাবিকভাবেই আনন্দের জোয়ারে ভাসছেন ১৭ বছর বয়সী তরুণ।

যুব বিশ্বকাপে মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন রাকিবুল। তার আগে ২০১০ সালের আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে কামরুল ইসলাম রাব্বি টানা ৩ বলে পেয়েছিলেন ৩ উইকেট। আজ (মঙ্গলবার) স্কটল্যান্ডের বিপক্ষে ২৪তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন ব্যাটসম্যান- কেস সাজ্জাদ, লিলে রবার্টসন ও চার্লি পিতকে ফিরিয়ে হ্যাটট্রিক উদযাপন করেন রাকিবুল। সব মিলিয়ে ৫.৩ ওভারে মাত্র ২০ রান খরচায় তার শিকার ৪ উইকেট।

দারুণ বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাঁহাতি স্পিনার। সেখানে অবশ্য হ্যাটট্রিকের আনন্দ সবচেয়ে বেশি রাকিবুলের, ‘ভীষণ খুশি। ক্যারিয়ারে প্রথমবার হ্যাটট্রিক করতে পেরে ভালো লাগছে। প্রথম ম্যাচটি ভালো না হওয়ায় হতাশ ছিলাম। তবে (স্কটল্যান্ডের বিপক্ষে) এই ম্যাচে ভালো করে আত্মবিশ্বাস ফিরেছে। এই মুহূর্তে আমি আমার বোলিং নিয়ে খুব সন্তুষ্ট। পরের ম্যাচেও আশা করি পারফরম্যান্স ধরে রাখতে পারব।’

স্কটল্যান্ডের বিপক্ষে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আকবর আলীরা। শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। তাদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে খেলতে চায় বাংলাদেশ। রাকিবুল কিন্তু বেশ আত্মবিশ্বাসী, ‘পাকিস্তনের বিপক্ষে ম্যাচের আগে আমাদের জন্য ইতিবাচক হচ্ছে, ব্যাটসম্যানরা খুব ছন্দে আছে, বোলাররাও খুব ভালো অবস্থানে আছে। দুটো ম্যাচই আমরা প্রভাব বিস্তার করে জিতেছি। এই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে নামব। আশা করছি আগের দুই ম্যাচের মতোই পাকিস্তানের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারব।’ 

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’