X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তৃতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ২০:১৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২০:২০

তৃতীয় রাউন্ডে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। মেয়েদের এককে তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি।

সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন ও ২১তম গ্র্যান্ড স্লামের খোঁজে এবার মেলবোর্নে ফেদেরার। ৯২ মিনিটেই সার্ব প্রতিপক্ষ ফিলিপ ক্রাহিনোভিচকে ৬-১, ৬-৪, ৬-১ গেমে হারান ৩৮ বছর বয়সী সুইস। মেলবোর্ন পার্কে এ নিয়ে টানা ২১ বছর প্রতিদ্বন্দ্বিতা করছেন ফেদেরার। প্রতিবারই অন্তত শেষ ৩২-এ খেলেছেন।

২০১৮ সালে ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জেতা ফেদেরার পরের পর্বে লড়বেন অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে। ওই বছর ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে বিদায়ের ক্ষত এবার সারানোর পালা সুইস তারকার। বেশ ফুরফুরে মেজাজে আছেন ২০টি গ্র্যান্ড স্লামজয়ী, ‘আমি খুব খুশি। মৌসুমের শুরুটা দারুণ হয়েছে। কোর্টে বেশ উপভোগ্য সময় কাটছে। কঠোর পরিশ্রম করছি এবং তার ফল পাচ্ছি।’

সহজে জিতলেন ফেদেরার গত বছর সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জেতা জোকোভিচ ৬-১, ৬-৪, ৬-২ গেমে জিতেছেন। তার কাছে ৯৫ মিনিটের লড়াইয়ে হেরেছে ওয়াইল্ড কার্ডে আসা জাপানি তাতসুমা। ৩২ বছর বয়সী সার্ব তারকা তৃতীয় রাউন্ডেও লড়বেন জাপানি প্রতিপক্ষকে। ব্রিটিশ এক নম্বর ড্যান ইভান্সকে হারিয়ে জোকোভিচের সঙ্গে লড়াই নিশ্চিত করেছেন ইয়োশিহিতো নিশিওকা।

সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ও ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালিস্ট মারিন সিলিচ কঠিন প্রতিরোধের মুখে পড়েন। শেষ পর্যন্ত পাঁচ সেটের উত্তেজনায় ফরাসি ২১তম বাছাই বোনোয়া পাইরেকে ৬-২, ৬-৭ (৬-৮), ৩-৬, ৬-১, ৭-৬ (১০-৩) গেমে হারান।

নতুন বছরে এখন পর্যন্ত অজেয় সেরেনা। স্লোভেনিয়ান তামারা জিদানসেককে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে তিনি। অকল্যান্ডে বছরের শুরুতে শিরোপা জেতা সেরেনা টানা সপ্তম ম্যাচ জিতেছেন এক ঘণ্টার একটু বেশি সময় নিয়ে। রেকর্ডছোঁয়া ২৪তম গ্র্যান্ড স্লামের হাতছানি ৩৮ বছর বয়সী আমেরিকানের সামনে। পরের পর্বে তার প্রতিপক্ষ চীনের ২৭তম বাছাই ওয়াং কিয়াং। গত সেপ্টেম্বরের ইউএস ওপেনে সেরেনা উড়িয়ে দেন তাকে।

সেরেনার উচ্ছ্বাস ২০১৮ সালের চ্যাম্পিয়ন ওজনিয়াকি ৭-৫, ৭-৫ গেমে হারান ডায়ানা ইয়াস্ত্রেমস্কাকে। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ তিউনিসিয়ার ওন্স জাবেউর। গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে চমকে দেওয়া অ্যাশলি বার্টি স্বাগতিকদের আশা ধরে রেখেছেন। দ্বিতীয় রাউন্ডে পোলোনা হারকগকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন এ অস্ট্রেলিয়ান শীর্ষ বাছাই। শেষ ৩২ এ তিনি খেলবেন এলেনা রিবাকিনার বিপক্ষে।

চ্যাম্পিয়ন নাওমি ওসাকা শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ ফেলেছেন। ৬-২, ৬-৪ গেমে জেং সাইসাইয়ের বিপক্ষে জিতেছেন জাপানি তরুণী। তৃতীয় রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী কোকো গফ।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা