X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

তামিম-মাহমুদউল্লাহ-মোস্তাফিজে ‘ভয়’ রমিজ রাজার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ২১:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:১৪

তামিম-মাহমুদউল্লাহ-মোস্তাফিজে ‘ভয়’ রমিজ রাজার নিষেধাজ্ঞার কারণে সাকিব আল হাসান নেই। মুশফিকুর রহিম আবার ‘ব্যক্তিগত’ কারণে যাননি পাকিস্তানে। এরপরও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলটাকে সমীহ করছে পাকিস্তান। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলছেন, বাংলাদেশ পাকিস্তানের ভালোই পরীক্ষা নেবে। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করা রমিজের ভয়টা বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়ে।

সাকিব-মুশফিকের অনুপস্থিতিতে রমিজ নজর রাখছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমানের ওপর। সাকিবের নিষেধাজ্ঞায় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নামবে মাহমুদউল্লাহর নেতৃত্বে। আর তামিম ইকবাল আনেকদিন পর ফিরেছেন দলে। তবে তামিমের অভিজ্ঞতা ও সামর্থ্য সম্পর্কে কে না জানে। অন্যদিকে মোস্তাফিজ প্রস্তুতি সেরে রেখেছেন বঙ্গবন্ধু বিপিএলের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে।

এই তিন খেলোয়াড়কে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদউল্লাহ পাকিস্তানের ভয়ের কারণ হয়ে উঠতে পারে। আমাদের এই তিনজনের ওপর নজর রাখতে হবে।’

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে ২০ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। কুড়ি ওভারের ক্রিকেটে হতাশার দিনগুলো পেছনে ফেলে বাঁহাতি পেসার ফিরেছেন স্বরূপে। রমিজের কাছে তিনি ‘কমপ্লিট বোলার’, ‘মোস্তাফিজ দুর্দান্ত বোলার, তরুণ ও শক্তিশালী। একদিনের ক্রিকেটে ওর পরিসংখ্যান বিস্ময়কর। ওর গতিতে দারুণ বৈচিত্র্য আছে। গতির কারণে ওর সিম আপ ডেলিভারিও ভীষণ শক্তিশালী। সব মিলিয়ে মোস্তাফিজ পরিপূর্ণ প্যাকেজ। বাংলাদেশের জেতার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে তার ফর্মের ওপর।’

তামিম সম্পর্কেও রমিজের খুব ভালো জানা। লাহোরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার ব্যাটেই পাকিস্তান সবচেয়ে বেশি ভুগতে পারে বলে মনে করছেন তিনি, ‘তামিম ইকবাল চমৎকার বাঁহাতি ব্যাটসম্যান। ও অভিজ্ঞ এবং স্পিন খুব ভালো খেলে। আক্রমণেও চমৎকার। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাধারণত তামিম তার দলকে ভালো শুরু এনে দেয়। জ্বলে উঠলে সে পাকিস্তানকে খুব ভোগাবে।’

মাহমুদউল্লাহ নামবেন অধিনায়ক হিসেবে। দায়িত্ব তার এমনিতেই বেশি। তাছাড়া ব্যাটসম্যান মাহমুদউল্লাহও যে কার্যকর হয়ে উঠতে পারে, সেই সতর্কবার্তা দিয়ে রাখছেন তিনি বাবর আজমদের, ‘মাহমুদউল্লাহর ফর্মও বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। অধিনায়কত্ব ছাড়াও মিডল অর্ডারে তার ব্যাটিং ম্যাচের গতিপথ তৈরি কিংবা পাল্টে দিতে পারে। ও খুব অভিজ্ঞ। নেতৃত্ব কখনও কখনও ব্যক্তিগত দক্ষতা বাড়িয়ে দেয়, আমরা তার কাছে তেমনটাই প্রত্যাশা করতে পারি।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী