X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ম্যাথুজের প্রথম ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২০, ২২:৩৩আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:৩৫

ম্যাথুজের ডাবল সেঞ্চুরি উদযাপন আগের দিন কুশল মেন্ডিসের পুল আঘাত হেনেছিল শর্ট লেগে থাকা কেভিন কাসুজার হেলমেটে। জিম্বাবুয়ের অভিষিক্ত ওপেনার সঙ্গে সঙ্গে চলে যান মাঠের বাইরে, আর ফিরতে পারেননি। আজ অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটের ‘আঘাতে’ স্বাগতিকেরা একেবারে স্তব্ধ।

ম্যাথুজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে হারারে টেস্টের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার। ৯ ‍উইকেটে ৫১৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ১৫৭ রানের লিড পেয়েছে সফরকারী দল। চতুর্থ দিনশেষে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৩০। ১২৭ রানে পিছিয়ে শেষ দিন ব্যাট করতে নামবে তারা।

ডাবল সেঞ্চুরির আগে বেশ সংশয়ে পড়ে গিয়েছিলেন ম্যাথুজ। আগের ওভারের চতুর্থ ও পঞ্চম বলে সিকান্দার রাজা সাফল্য পেলে ক্রিজে আসেন ১০ নম্বর ব্যাটসম্যান কাসুন রাজিথা। ম্যাথুজ তখন ১৯৬ রানে। শেষ বল কোনও রকমে ঠেকিয়ে রাজিথা হ্যাটট্রিক বঞ্চিত করেছেন রাজাকে।

পরের ওভারে ম্যাথুজ কোনও রান করতে পারেননি, মেডেন দিয়েছেন শন উইলিয়ামসকে। তাতেই আবার মুখোমুখি রাজা-রাজিথা। প্রথম দুই বল ঠেকিয়ে তৃতীয় বলে একটি রান নিয়েছেন রাজিথা, আবার সুযোগ দিয়েছেন ম্যাথুজকে। ম্যাথুজ ডাবল সেঞ্চুরি করেছেন শেষ বলে, দারুণ এক স্লগ সুইপে চার মেরে। পরের ওভারে রাজিথা আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

ঠিক ১০ ঘণ্টা (৬০০ মিনিট) ক্রিজে থাকা ম্যাথুজের ৪৬৮ বলের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা। তার সঙ্গে কুশল মেন্ডিস (৮০), ধনাঞ্জয়া ডি সিলভা (৬৩) এবং নিরোশান ডিকভেলার (৬৩) অবদানে ৫০০ পেরিয়েছে শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংসে ভালোই করছে জিম্বাবুয়ে। কাসুজার অনুপস্থিতিতে ‘কনকাশন-সাব’ ব্রায়ান মুদজিঙ্গানিয়ামাকে নিয়ে ১৭ ওভার কাটিয়ে দিয়েছেন প্রিন্স মাসভোরে।

 

সংক্ষিপ্ত স্কোর: চতুর্থ দিনশেষে

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস ৩৫৮ (আরভিন ৮৫, কাসুজা ৬৩, মাসভোরে ৫৫, তিরিপানো ৪৪*; এম্বুলদেনিয়া ৫/১১৪)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৫১৫/৯ ডিক্লে. (করুনারত্নে ৩৭, ফার্নান্দো ২১, মেন্ডিস ৮০, ম্যাথুজ ২০০*, চান্দিমাল ১২, ডি সিলভা ৬৩, ডিকবেলা ৬৩, লাকমল ২৭, এম্বুলদেনিয়া ০, রাজিথা ১; সিকান্দার ৩/৬২, নিয়াউচি ৩/৬৯, উইলিয়ামস ২/১০৪, তিরিপানো ১/৮২)

জিম্বাবুয়ে: দ্বিতীয় ইনিংস ৩০/০ (মাসভোরে ১৫*, মুদজিঙ্গানিয়ামা ১৪*)

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি