X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রতিশোধ নয়, নিউজিল্যান্ডের জন্য কোহলির আছে শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১৬:৪০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৬:৪৪

২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে হারিয়ে ফাইনালে নাম লেখায় নিউজিল্যান্ড। শিরোপা জেতার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড গেলেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় বিরাট কোহলিদের। সেই নিউজিল্যান্ডের বিপক্ষে আবার নামতে যাচ্ছে ভারত। স্বাভাবিকভাবেই ঘুরেফিরে আসছে ইংল্যান্ড-ওয়েলসের বিশ্বকাপ। যদিও কিউইদের বিপক্ষে লড়াইকে কোনোভাবেই প্রতিশোধের ‘মঞ্চ’ হিসেবে দেখছেন না কোহলি।

দুই দলের পূর্ণাঙ্গ সিরিজের শুরুটা হচ্ছে টি-টোয়েন্টি দিয়ে। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির পর ভারত খেলবে তিন ওয়ানডে ও দুই টেস্ট। ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবার দল দুটি মুখোমুখি হওয়ায় প্রতিশোধের ব্যাপারটি সামনে এসেছে। যদিও কোহলির ভাবনা মোটেও নেই এসব। ভালো দল হিসেবেই কেন উইলিয়ামসনরা ম্যানচেস্টারের সেমিফাইনাল জিতেছিল বলে মনে করেন ভারতীয় অধিনায়ক।

অকল্যান্ডে সংবাদমাধ্যমকে কোহলি বলেছেন, ‘সত্যি বলতে যদি প্রতিশোধের কথা বলেন, তাহলে বলব এই চমৎকার ছেলেদের (নিউজিল্যান্ড খেলোয়াড়দের) ওই জায়াগাতে ফেলা যায় না। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো, মাঠেই কেবল আমাদের প্রতিদ্বন্দ্বিতা। তারাই সম্ভবত এমন এক দল, যারা আন্তর্জাতিক ক্রিকেটে সবার জন্য উপযুক্ত উদাহরণ।’

কোহলির কণ্ঠে আরও ঝরল নিউজিল্যান্ডের প্রশংসা, ‘ওরা যেভাবে খেলে, সেটা চিন্তা করলে আপনি ওদের খারাপ বলতে পারবেন না। আমরা ওদের অনেক শ্রদ্ধা করি। বিশ্বকাপের মতো মঞ্চে তাদের কাছে হেরে ফাইনালে খেলতে পারিনি, এরপরও ওদের জন্য আমাদের ভালো লাগা কাজ করেছিল।’

কাঁধের চোটে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। তিনি না খেলায় ভারতের ব্যাটিং অর্ডারের পরিকল্পনা বদলাতে হচ্ছে বলে জানিয়েছেন কোহলি, ‘ওর (ধাওয়ান) চোটে আমাদের পরিকল্পনা পাল্টাতে হয়েছে। ওয়ানডেতে সম্ভবত আমরা রাজকোটে যেভাবে খেলেছি, সেটাই হয়তো থাকবে। টপ অর্ডারে অন্য কাউকে এনে লোকেশ রাহুল আগের জায়গায়, যেখানে সে রান পাচ্ছিলো, সেখানে হয়তো চলে যাবে।’

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল (শুক্রবার) অকল্যান্ডে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়