X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ‘মতিন-দুঃখ’, বিরতিতে পিছিয়ে ২ গোলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৮:১৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:২২

বাংলাদেশের ‘মতিন-দুঃখ’, বিরতিতে পিছিয়ে ২ গোলে আগের ম্যাচে মতিন মিয়ার ঝলকেই বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে দেখেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে এই ফরোয়ার্ডের কাছে প্রত্যাশা তো তাই একটু বেশিই ছিল। কিন্তু বিধি বাম! ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে মতিনকে। তার বদলে খেলছেন মাহবুবুর রহমান সুফিল। মতিনকে হারানোর বেদনা নিয়ে প্রথমার্ধের শেষের দিকে আরও বড় ধাক্কা খেতে হয়েছে স্বাগতিকদের। দুই গোলে পিছিয়ে গেছে বিরতিতে। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়াতে না পারলে সেমিফাইনালেই শেষ হয়ে যাবে বাংলাদেশের টুর্নামেন্ট। আবারও বাংলাদেশকে নিরপেক্ষ দর্শকের চোখে দেখতে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল।

এদিন বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনে খেলেছে। লাল কার্ডের কারণে সেন্টার ব্যাক তপু বর্মণ নেই। তার জায়গায় এসেছেন রায়হান হাসান। অধিনায়ক জামাল ভুঁইয়া চোট কাটিয়ে ফিরে খেলছেন।

বাংলাদেশ এদিন তাদের প্রিয় ৪-১-৪-১ ফর্মেশন বদলে খেলেছে ৪-২-৩-১ ফর্মেশনে। বুরুন্ডিও তাই।

বাংলাদেশ এই অর্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। ৭ মিনিটে সুফিলের পাসে ইব্রাহিমের জোরালো শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। প্রতি আক্রমণে বুরুন্ডির সিজা থিয়েরির শট পোস্ট ঘেঁষে যায় বাইরে। ২২ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান সুফিল। কিন্তু বক্সে ঢুকে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি।

২৪ মিনিটে ইব্রাহিমের পাসে সুফিল লক্ষ্যে বল রাখতে পারেননি। প্রথমার্ধের শেষের দিকে নিজেদের ভুলে দুটি গোল খেতে হয়েছে। দুটি গোলই করেছেন স্ট্রাইকার এনশিমিরিম জসপিন। ডান প্রান্ত দিয়ে উঠে তাকে বল বানিয়ে দিয়েছেন রাইট ব্যাক এনগাবোনজিজা ব্লানচার্ড। প্রথমটি ব্লানচার্ডের ক্রসে জসপিন প্লেসিং করে দেন। আর দ্বিতীয়টি তারই ক্রসে নিঁখুত হেডে করেন ২-০।

বাংলাদেশ দল: আশরাফুল রানা, রায়হান হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, মতিন মিয়া (সুফিল), সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ ইব্রাহিম, রিয়াদুল হাসান ও মানিক মোল্লা।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!