X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে সিরিজ জয়ের আশা মাহমুদউল্লাহর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩১

অনুশীলনে মাহমুদউল্লাহ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাতে লাহোরে পৌঁছেছে বাংলাদেশ। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় মাহমুদউল্লাহদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। আজ (বৃহস্পতিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে যাওয়া-আসার সময়ও নিরাপত্তা বেষ্টনীতে ছিল বাংলাদেশ দল। বোঝাই যাচ্ছে কতটা নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান। অবশ্য মাহমুদউল্লাহ মাঠের ক্রিকেট ছাড়া অন্য কিছু ভাবছেন না। আর প্রতিপক্ষের মাঠে তার লক্ষ্য শুধুই সিরিজ জয়।

গত বছর তুলনামূলক দুর্বল দল নিয়েও পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০তে জিতেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ দলেও নেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে যে দলটি গিয়েছে, সেটাও কোনও অংশে পিছিয়ে নেই। মাহমুদউল্লাহ কিন্তু স্বাগতিকদের সমীহই করছেন, ‘জানি না আমরা ফেবারিট কিনা। আমরা অনেক দিন পর পাকিস্তানে এসেছি। নিজেদের মাটিতে পাকিস্তান খুব ভালো দল। ওরা খুব শক্তিশালী এই ফরম্যাটে (টি-টোয়েন্টিতে)। আপনি যদি র‌্যাঙ্কিংয়ের হিসাবটা দেখেন, এটা কিন্তু ভিন্ন কথা বলে।’

এরপরও সিরিজ জিততে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘আমি খুব আশাবাদী আমার দল নিয়ে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারব। আর সিরিজ জেতার ব্যাপারেও আমি খুব আশাবাদী।’

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছেন মাহমুদউল্লাহ, ‘আমি মনে করি বিশ্বকাপের প্রস্তুতিতে এই সফরটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে, জয়ের ধারায় থাকতে হবে এবং সিরিজগুলো জিততে হবে। এটা আমাদের সবার জন্য অনেক বড় সুযোগ, লম্বা সময় পর পাকিস্তানে সিরিজ জেতা। এই সিরিজ নিয়ে সেভাবেই চিন্তা করছি।’

মোহাম্মদ আমির-ওয়াহাব রিয়াজের মতো অভিজ্ঞ ক্রিকেটার নেই পাকিস্তান দলে। এটা কি স্বস্তির— এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বললেন, ‘আমি বিষয়টা সেভাবে দেখি না। আমির ও ওয়াহাব পাকিস্তানের অনেক অভিজ্ঞ ক্রিকেটার। আমার মনে এটা পাকিস্তানি অন্য ক্রিকেটারদের জন্য সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর। আমি বলে আসছি, এইসব না ভেবে শুধুমাত্র আমাদের শক্তি ও সামর্থ্য নিয়ে চিন্তা করার উচিত। পাকিস্তানে কে খেলছে, আর কে খেলছে না- সেটা নিয়ে আমাদের ভাবনা নেই।’

পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরটি একসঙ্গে করছে না বাংলাদেশ। তিন ভাগে তারা পাকিস্তান সফর করবে। প্রথম ধাপে ২৪ থেকে ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৭ থেকে ১১ ফেব্রুয়ারি প্রথম টেস্টটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে, একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে।

তিন দফায় খেলার কারণে কি পারফরম্যান্সে কোনও প্রভাব পড়তে পারে? সাকিবের নিষেধাজ্ঞায় টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানালেন, ‘আমরা এখন শুধু তিনটি টি-টিয়েন্টি খেলতে এসেছে। এই মুহূর্তে এটা নিয়েই শুধু চিন্তা করছি। পরেরবার আসলে বলতে পারব কেমন অনুভব হচ্ছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’