X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের ড্রেসিংরুমে সেদিন আমিও কেঁদেছি: জুলিও সিজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ২১:৩৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২৩:০৩

বাফুফে সভাপতির সঙ্গে সিজার। বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করেছেন সাবেক ব্রাজিল গোলকিপার জুলিও সিজার। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। জাদুঘরে ঘুরে ঘুরে দেখেছেন বঙ্গবন্ধুর স্মৃতিগুলো। দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এসে নারী ফুটবলারদের বিপক্ষে টাইব্রেকারে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন। সেখানে স্বপ্না-মারিয়ারা চেষ্টা করেছেন গোল দেওয়ার।

এর আগে প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের গোলকিপারদের টিপস দিয়েছেন তিনটি বিশ্বকাপ খেলা সিজার। মাঝে মিলিত হয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে।

এরপরই মিডিয়ার মুখোমুখি হন সিজার। সেখানে নিজের ক্যারিয়ার ছাড়াও বাংলাদেশের ফুটবল নিয়েও নানান প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে আসতে পেরে তিনি যে উচ্ছ্বসিত, আবারও তা বলেছেন। এছাড়া এই সময়ের মধ্যে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরে খুশি তিনি। সংবাদ সম্মেলনের চুম্বক অংশগুলো নিচে তুলে ধরা হলো।

প্রশ্ন: ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে ম্যাচ হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে হারের পর ড্রেসিংরুমের পরিস্থিতি কেমন ছিল?

সিজার: সেই ম্যাচে হারের পর কেউ ড্রেসিংরুমে কথা বলেনি। সেটা আমাদের জন্য খারাপ মুহূর্ত ছিল। সেই ম্যাচে হারের কারণ নিয়ে কিছু বলার ছিল না। সেই সময় কেউ কেউ কেঁদেছে। আমিও কেঁদেছি। তবে আমাদের ফেডারেশন সভাপতি এসে সান্ত্বনা দিয়েছিলেন। ঘরের মাঠে বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলাটা ছিল কঠিন মুহূর্ত।

প্রশ্ন: বাংলাদেশের গোলকিপারদের কেমন দেখলেন?

সিজার: আমি তাদের বলেছি, গোলকিপার যদি দীর্ঘদেহী নাও হয় তাহলে তার পায়ে অনেক জোর থাকতে হবে। অন্যভাবে তা পূরণ করতে হবে। গোলপোস্ট তো অনেক বড়। যেভাবেই হোক পোস্ট অক্ষত রাখতে হবে। এছাড়া নারী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সেটাও ছিল ভালো মুহূর্ত।

প্রশ্ন: স্বাধীন বাংলা দলের সঙ্গে মিলিত হয়েছেন। কেমন লাগছে?

সিজার: আমার সুযোগ হয়েছে তাদের সঙ্গে সাক্ষাতের। আমি তাদের বলেছি, তোমরাই সত্যিকারের নায়ক। মুক্তিযুদ্ধ চলাকালে দেশের জন্য ফুটবল খেলা কম কথা নয়। তারাই তো দেশের জন্য খেলেছে। আমার জন্য এটা ভিন্ন রকমের অভিজ্ঞতা হলো। দেশে ফিরে এই অভিজ্ঞতা পরিবার, সাবেক ফুটবলার ও বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করতে পারবো।

প্রশ্ন: আপনি তো ইন্টারমিলানে জোসে মরিনিয়োর অধীনে খেলেছেন। তার সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

সিজার: আমার ক্যারিয়ারে সেরা মুহূর্ত ছিল (২০০৯-২০১০)। সেই সময় মিলানে ট্রেবল জেতার ১০ বছর পূর্তি উদযাপন হয়েছিল। মরিনিয়ো একজন স্পেশাল মানুষ ও কোচ। যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আশা করছি টটেনহামে সে ভালো করবে।

প্রশ্ন: মেসি না রোনালদো। কে সেরা?

সিজার: মেসি ও রোনালদো দুজনকেই আমি পছন্দ করি। তাদের পারফরম্যান্স অবিশ্বাস্য। গত ১০ বছর ধরে তারা এক তাল-লয়ে খেলে আসছে। এটা সহজ নয়। কোনও সময় মেসি এগিয়ে থাকে তো আবার কোনও সময় রোনালদো। এমনটি চলে আসছে। তাদের কারণে পুরো ফুটবলই উপভোগ্য হয়ে আসছে।

প্রশ্ন: ব্রাজিলে কে সেরা?

সিজার: ব্রাজিলে আমি বলবো রোনালদিনহো সেরা। তার সঙ্গে আমি বয়সভিত্তিক ফুটবলে খেলেছি। তার পারফরম্যান্স অবিশ্বাস্য। সে-ই আমার চোখে সেরা। সে উইথ দ্য বলে জিনিয়াস।

/টিএ/পিকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা