X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফিলিস্তিন না বুরুন্ডির?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৪

ট্রফি তুমি কার? টানা দ্বিতীয়বারের মতো স্বাগতিক বাংলাদেশকে ছাড়াই বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ফাইনাল হতে যাচ্ছে। যেখানে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও বুরুন্ডি। লড়াইটা যেন এশিয়া বনাম আফ্রিকা!

ফাইনালে উঠে শিরোপা ধরে রাখার অভিযাত্রা ফিলিস্তিনের। অন্যদিকে প্রথমবার এসেই ট্রফি জিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশগ্রহণ স্মরণীয় করে রাখতে চায় বুরুন্ডি। শিরোপা লড়াইটি আগামীকাল বিকেল ৪টায় শুরু। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে বিটিভি ও আরটিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচ।

ফিলিস্তিন দলের কোচকে শুক্রবার বাফুফে ভবনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেলো। আগেরবার এসে শিরোপা জিতে গেছে, এই দেশের সবকিছুই যেন খুব চেনা হয়ে গেছে ফিলিস্তিনিদের। তারওপর তারা টানা তিনটি ম্যাচে কোনও গোল না খেয়েই ফাইনাল খেলতে নামছে। দলটির কোচ দাগোব আকরাম সংবাদ সম্মেলনে  আত্মবিশ্বাসী সুরে বলেছেন,‘আমরা ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই। এই ট্রফি জিততে পারলে তা আমাদের দেশের জন্য বাড়তি আনন্দের হবে। জাতীয় দলও উজ্জীবিত হবে।’

তবে ট্রফি জেতা যে সহজ হবে না সেটি মানছেন কোচ। বুরুন্ডিকে সমীহই করছেন, বিশেষ করে বুরুন্ডির আক্রমণভাগকে। যেকোনও সময় তাদের ফরোয়ার্ডরা জালে বল পাঠাতে পারঙ্গম। ১৮ বছর বয়সী এনশিমিরিমানা জসপিন তো তিন ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে। আকরাম তাই সতর্ক, ‘ও্দের ফরোয়ার্ড লাইন বেশ শক্তিশালী। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ওদের ফরোয়ার্ডদের আটকানোর জন্য আমাদের রক্ষণভাগও প্রস্তুত। ও্দের আমরা গোল করতে দেবো না।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের অবস্থান ১০৬-এ,বুরুন্ডির র‌্যাঙ্কিং ১৫১। তারপরও ফাইনালটাকে ৫০-৫০ বলছেন ফিলিস্তিন কোচ। তার কথা, ‘বুরুন্ডি কঠিন দল। তাদের বিপক্ষে সুযোগ যা-ই আসবে তা কাজে লাগাতে হবে। আমরা ট্রফি জেতার জন্য মাঠে যা যা করার দরকার তাই করবো।’

বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরে প্রথমবারের মতো আফ্রিকার তিনটি দেশ অংশ নিয়েছে। বুরুন্ডি শুধু ট্রফি ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে। ফাইনালে সেই দূরত্বটুকুও ঘুচিয়ে দিতে চান কোচ বিফুবুসা জসলিন, ‘প্রথমবার কোনও টুর্নামেন্টের ফাইনাল খেলছি আমরা। তাই ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই। এর জন্য মাঠে ভালো  খেলতে হবে। আমরা সেটাই করবো।’

প্রতিপক্ষকে সমীহ করেও হুমকি দিয়ে রেখেছেন বুরুন্ডির কোচ,‘ফিলিস্তিন বর্তমান চ্যাম্পিয়ন। তারা ভালো খেলছে। আমাদের পারফরম্যান্সও ভালো। তবে মাঠের পারফরম্যান্সই প্রমাণ করবে কে সেরা।’

বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি এশিয়ায় থাকবে নাকি যাবে আফ্রিকায় সেটি দেখতে কাল সন্ধ্যারই শুধু অপেক্ষা।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ