X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘আত্মঘাতী’ মেহেদী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২০, ১৫:২২আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৬:০৪

মেহেদী হাসান সিরিজ বাঁচানোর মিশনে নেমেছে বাংলাদেশ। লাহোরের গুরুত্বপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ৫ ওভারে ২ উইকেটে ২৭।

পাকিস্তানকে উইকেটটা দিয়েই এলেন মেহেদী হাসান! ২০১৮ সালের পর আবারও জাতীয় দলের ফেরার উপলক্ষটা মোটেও রঙিন হলো না তার। আত্মঘাতী ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই ব্যাটসম্যান।

মোহাম্মদ হাসনাইনের শর্ট বলটি পুল করতে চেয়েছিলেন মেহেদী। কিন্তু অফ স্টাম্পের অনেকটা বাইরের বল এভাবে খেলা কতটা যুক্তিপূর্ণ ছিল, আউটের পর হয়তো সেটাই ভাবছিলেন তিনি। বল তার ব্যাটের ওপরের দিকে লেগে ভাসতে থাকে বাতাসে। উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে জায়গা থেকে একটুকু নড়তে হয়নি ক্যাচ গ্লাভসবন্দি করতে। মেহেদী থামেন ১২ বলে ৯ রান করে।

শুরুতেই নাঈমের বিদায়

নড়বড়ে শুরুর পর উইকেট হারালো বাংলাদেশ। প্রথম ব্যাটসমান হিসেবে প্যাভিলিয়নে ফিরেছেন মোহাম্মদ নাঈম। শাহীন আফ্রিদির বলে আউট হওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ওপেনার।

আগের ম্যাচে মন্থর ব্যাটিং করলেও খেলেছিলেন তিনি ৪৩ রানের কার্যকারী ইনিংস। ২০ বছর বয়সী নাঈম দ্বিতীয় টি-টোয়েন্টিতে পুরোপুরি ব্যর্থ। মুখোমুখি নিজের প্রথম বলেই আউট হয়ে গেছেন। শাহীনের বল তার ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। লাহোরের দ্বিতীয় টি-টোয়েন্টি তাই ভীষণ গুরুত্বপূর্ণ। সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার প্রথম ম্যাচে ১৪১ রানের পুঁজি নিয়েও লড়াই করেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ৫ উইকেটে হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাহমুদউল্লাহদের। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে থাকায় তাদের সামনে আজ (শনিবার) সিরিজ জয়ের হাতছানি। বিপরীতে বাংলাদেশের সিরিজ হার ঠেকাতে জিততেই হবে।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় আনা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসানকে। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ২০১৮ সালের পর আবারও জাতীয় দলে ডাক পাওয়া মেহেদী সুযোগ পেয়ে গেলেন একাদশেও। পাকিস্তান অবশ্য আগের ম্যাচের একাদশই রেখেছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়