X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রোটিয়াদের নিয়ে বিশ্লেষণ চলছে আকবরদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৯:১৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:২৮

প্রোটিয়াদের নিয়ে বিশ্লেষণ চলছে আকবরদের হারলেই বিদায়-এমন সমীকরণ নিয়ে আগামী বৃহস্পতিবার মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আকবর আলীর দল। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তানের গ্রুপ ‘সি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকা গ্রুপ ‘ডি’র রানার্সআপ। দক্ষিণ আফ্রিকা এমনিতেই কঠিন দল, তারওপর আবার স্বাগতিক। সুতরাং তাদের বিপক্ষে প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হতে গেলে বাড়তি উদ্বেগ থাকেই। অনুশীলনের দিনগুলোতে তাই প্রোটিয়াদের নিয়েই চুলচেরা বিশ্লেষণ চলছে আকবরদের।  

পচেফস্ট্রুমে ম্যাচ শুরুর আগে আরও একটি অনুশীলন সেশন পাবে দল।  মঙ্গলবার অনুশীলন করা বাংলাদেশ নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।  পেসার তানজিম হাসান সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানালেন, ‘আমরা ওদের (দক্ষিণ আফ্রিকা) ভিডিও ফুটেজ দেখেছি। তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছি।  আশা করি পুরো প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারবো।’

ঠিক কীভাবে কাজ করা হচ্ছে, সেটাও জানালেন তরুণ পেসার, ‘অনুশীলনে আমরা ম্যাচের মতো করে কাজ করার চেষ্টা করছি। ম্যাচের মতো করেই নেটে বোলিং করছি, ম্যাচে যেভাবে ব্যাটসম্যানদের বোলিং করবো, ঠিক সেভাবে নেটে বোলিং করছি। ব্যাটসম্যানরাও কঠোর পরিশ্রম করছে। সব মিলিয়ে প্রস্তুতিতে কোনও ঘাটতি নেই।’

যুবদলের ক্রিকেটাররা একের পর এক চোটে আক্রান্ত হচ্ছেন। মৃত্যুঞ্জয় চোটের কারনে ইতিমধ্যে ছিটকে গেছেন। শামীম হোসেনও ভুগছেন চোটে। সবাই মিলে পারফর্ম করে ঘাটতি পূরণ করতে হবে বলে মনে করেন সাকিব, ‘দল হিসেবে এই সমস্যা আমাদের কাটিয়ে উঠতে হবে। মানসিকভাবে আমরা চাপ নিতে চাই না। মৃত্যুঞ্জয়ের মতো একজন অলরাউন্ডারকে হারানো কঠিন ব্যাপার। এছাড়া শামীম ভাই ইনজুরিতে। কিছু তো করার নাই, অন্য সবাই মিলে এই ঘাটতিটা  পূরণ করতে হবে।’

মৃত্যুঞ্জয় ওপেনিং বোলার। ব্যাটিংটাও ভালো করেন। তার বদলে যারা আছেন তাদের নিয়েও আশাবাদী সাকিব, ‘মৃত্যুঞ্জয় সাধারণত শুরুতেই বোলিং করে। বেশ জোরে বোলিং করতে পারতো…। ওর রিপ্লেসমেন্ট হিসেবে অভিষেক খেলতে পারে, কিংবা শাহীন খেলতে পারে। ওরাও প্রস্তুত আছে। আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে কোনও সমস্যা হবে না।’

নিজেদের প্রস্তুতি নিয়ে এই পেসার জানালেন, ‘সবাই নেটে ভালো ব্যাটিং, ভালো বোলিং করেছে। সবাই সবার শতভাগ দিতে প্রস্তুত আছে। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে জয়ের ব্যাপারে আমরা খুব আত্মবিশ্বাসী।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
বেসিস নির্বাচন২০৪১ পর্যন্ত কর অব্যাহতি আদায় করতে চাই: মোস্তাফা রফিকুল ইসলাম
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা