X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রডের জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ২০:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৩২

ব্রডের সঙ্গে ডু প্লেসির উত্তপ্ত বাক্যবিনিময় দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্ট সিরিজে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাগবিতণ্ডা কম হয়নি। শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটেছে একাধিক। সর্বশেষ আচরণবিধি ভঙ্গ করে জরিমানা গুনতে হচ্ছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।

সিরিজে পঞ্চম খেলোয়াড় হিসেবে শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হলেন ব্রড। জোহানেসবার্গে শেষ টেস্টের চতুর্থ দিন স্বাগতিক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে গালি দিয়েছিলেন। বিকেলের সেশনে উইকেটকিপারের দিকে বল থ্রো করেছিলেন স্যাম কারেন, সেটা লাগে প্রোটিয়া অধিনায়কের প্যাডে। মেজাজ হারান স্বাগতিক অধিনায়ক। কভারে ফিল্ডিং করা ব্রড এগিয়ে আসেন এবং উত্তপ্ত বাক্যবিনিময় হয় ডু প্লেসির সঙ্গে।

উত্তপ্ত পরিস্থিতি ঠাণ্ডা করতে দুজনের মধ্যে চলে আসেন জস বাটলার। তাকেও কাঁধ দিয়ে ধাক্কা দেন ডু প্লেসি। কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না বলে শাস্তি পাননি প্রোটিয়া অধিনায়ক। ম্যাচ শেষে ডু প্লেসি বলেছিলেন, ‘যা হয়েছে, সেটা শুধু আমার ও ব্রডের মধ্যে।’

আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেন ওয়ানের অপরাধ করায় শাস্তি হয়েছে শুধু ব্রডের। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্টও পেলেন ইংলিশ পেসার। ২০১৮ সালে ভারতের বিপক্ষে ট্রেন্টব্রিজ টেস্টে ঋষভ পন্তকে ফিরে যাওয়ার পথ দেখিয়ে ডিমেরিট পয়েন্ট পান ব্রড।

জোহানেসবার্গ টেস্টেই ভারনন ফিল্যান্ডার ও বেন স্টোকস আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পান। পোর্ট এলিজাবেথে দুই বছরের মধ্যে চতুর্থ ডিমেরিট পয়েন্ট পাওয়ায় শেষ ম্যাচে ছিলেন না কাগিসো রাবাদা। কেপটাউনে দ্বিতীয় টেস্টে ফিল্যান্ডারকে গালি দেন বাটলার, যা ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। শাস্তি পান তিনিও।

জোহানেসবার্গে ১৯১ রানের জয়ে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। সফরে তারা আরও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে স্বাগতিকদের সঙ্গে। ৪ ফেব্রুয়ারি নিউল্যান্ডসে হবে প্রথম ওয়ানডে।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি