X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্ট্রাইকারদের কোর্টেই বল ঠেললেন সালাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৭:৪৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৪৮

সালাম মুর্শেদী (ফাইল ছবি) আসন্ন প্রিমিয়ার ফুটবল লিগে ঘুরে-ফিরে পাঁচ বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে ক্লাবগুলো। আগের নিয়মানুযায়ী চার বিদেশি একাদশে খেলতে পারলেও বদলি হিসেবে স্থানীয় খেলোয়াড়ের নামার সুযোগ থাকতো। এবার সেই পথও প্রায় রুদ্ধ হয়ে গেলো।

ঘুরে ফিরে পাঁচ বিদেশিই এখন প্রতিটি ম্যাচে খেলতে পারবে। এতে করে স্থানীয় খেলোয়াড়দের খেলার সুযোগ আরও কমে গেলো। বিশেষ করে আক্রমণভাগে। প্রতিটি ক্লাবই এই পজিশনে বিদেশিদের ওপর নির্ভরশীল। এর প্রভাব পড়ছে জাতীয় দলে। লাল-সবুজ দলের হয়ে গোল করার যে কেউ নেই!

তবে এটি নিয়ে লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীর যুক্তিটা ভিন্ন। বিদেশিদের সঙ্গে লড়াই করেই জায়গা করে নেওয়ার আহ্বান এই কর্মকর্তার। এছাড়া বর্তমান খেলোয়াড়দের মধ্যে গোলক্ষুধাও কম বলে মনে করেন এই কর্মকর্তা, ‘আমার মনে হয় না লিগে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়লে স্থানীয়দের খেলার সুযোগ কমে যায়। স্থানীয়দের লড়াই করেই একাদশে জায়গা করে নিতে হবে। এছাড়া উপায় নেই। আমাদের সময়ে তাই হতো। এখনকার খেলোয়াড়দের মধ্যে বিশেষ করে স্ট্রাইকারদের মধ্যে গোলক্ষুধা সেভাবে দেখি না। অথচ সবাই বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছে। মিডিয়াতেও প্রচার কম নেই। কেন এমন হচ্ছে আমিও নিজেও বুঝতে পারছি না।’

এ প্রসঙ্গে নিজের খেলোয়াড়ি জীবনের উদাহরণ টেনেছেন এই কর্মকর্তা, ‘বিজেএমসি তে খেলে যখন মোহামেডানে যোগ দিই, তখন আমার জায়গায় খেলতেন এনায়েত ভাই। আমি তখন নিজেই ভয়ে ভয়ে ছিলাম, জায়গা পাবো কিনা সংশয়ে ছিলাম। একদিন ঠিকই জায়গা করে নিলাম। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছি। গোল করেছি। এরপর থেকে আর পেছনে ফেলে তাকাতে হয়নি। শুধু আমি কেন, সালাউদ্দিন ভাই থেকে শুরু করে আসলামসহ অন্যরা নিজের যোগ্যতা দিয়েই জাতীয় দলে খেলেছে। গোলও পেয়েছে।’

একজন দক্ষ স্ট্রাইকার হওয়ার জন্য আলাদা পরিশ্রম করে নিজেকে গড়ে তোলার বিকল্প নেই। সালাম মুর্শেদী বলেছেন, ‘একজন দক্ষ স্ট্রাইকারের উচিত অতিরিক্ত পরিশ্রম করে নিজেকে গড়ে তোলা। নিজের ভুল-ত্রুটি দেখে তা শুধরে নেওয়া। এখন তো ডিজিটাল ‍যুগ। অনেক প্রযুক্তি আছে। আমাদের সময়ে তো এত কিছু ছিল না। এখন  ইচ্ছে করলেই নিজেকে সেভাবে গড়ে তোলা সম্ভব। হাফ চান্সের বলকে ফুল চান্স বানিয়ে গোল করতে হবে। মাঝে মধ্যে সেলফিসও হতে হবে। যেন গোল করা যায়। কিন্তু এই সময়ে এসে কজন এরকম করছে! যতক্ষণ পর্যন্ত কেউ আলাদা পরিশ্রম না করছে, ততক্ষণ পর্যন্ত দক্ষ স্ট্রাইকার পাওয়া কঠিন হয়ে যাবে। এখানে আমাদের কিছু করার নেই।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!