X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

টেস্ট খেলতে যাবো, জানিয়ে দিলেন নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৯:০৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:১৩

বেক্সিমকো অফিসে সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিন ভাগে পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দফা সফরের সন্তুষ্টির ওপরই নির্ভর করছিলো পরের দুই ধাপের সফর। নিরাপদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিসিবি কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটারদের মুখে মুখে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্তুতি। এমন অবস্থায় পাকিস্তানে দ্বিতীয় দফায় সফর না করার কোনও কারণ দেখেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বুধবার ধানমন্ডিস্থ বেক্সিমকো অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে দ্বিতীয় ধাপে পাকিস্তানে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘প্রথম থেকে আমরা নিরাপত্তার ইস্যুতে সন্তুষ্ট হতে পারছিলাম না। এজন্য শুরুতে বলেছিলাম টি-টোয়েন্টি দেখে সিদ্ধান্ত নেবো। পাকিস্তানে গিয়ে যেমন নিরাপত্তা দেখেছি, এর চেয়ে বেশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমরা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। ফলে টেস্ট খেলতে না যাওয়ার কোনও কারণ নেই। এছাড়াও এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওয়াকওভার দেওয়ার কোনো মানে নেই। আমরা টেস্ট খেলতে যাবো।’

রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের বিমানে দোহা হয়ে ইসলামাবাদ যাওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগে বাংলাদেশ ক্রিকেট লিগের একটি রাউন্ডে অংশ নেবে টেস্ট খেলতে যাওয়া ক্রিকেটাররা। আগামী শুক্রবার থেকে শুরু হবে বিসিএল। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট। আগামী ২/১ দিনের মধ্যে টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তবে তার আগে তামিমের সঙ্গী সাদমানকে নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত বছর বিসিবি একাদশের হয়ে ভারত সফরে গিয়ে বাঁ হাতের কবজিতে চোট পেয়েছিলেন। সেই চোট কাটিয়ে খেলেছেন ভারত সফরের দুই টেস্টে। কিন্তু পুরোনো চোট নতুন করে ফিরে এসেছে তার।

তবে সাদমানকে রাওয়ালপিন্ডি টেস্টে পাওয়ার আশা ছাড়েননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আরও ১/২ দিন সাদমানের অবস্থা পর্যবেক্ষণ করে টেস্ট দল ঘোষণা করার ইচ্ছে নির্বাচকদের।

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়