X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডমিঙ্গোর কাছে অনেক প্রশ্ন নাজমুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ২৩:০৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:১৪

নাজমুল ও ডমিঙ্গো ‘অনেক দিন পর বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে এটা বাংলাদেশ দল নয়, মনে হয়েছে সাধারণ একটি দল। ১২-১৪ ওভার যাওয়ার পরও এমন রক্ষণাত্মক ক্রিকেট দেখিনি’- কথাগুলো বিসিবি সভাপতি নাজমুল হাসানের। পাকিস্তান সফরে বাংলাদেশের দুটি টি-টোয়েন্টি ম্যাচের এমনই বিশ্লেষণ তার নিজের কাছে। তবে শুধু বিশ্লেষণ করেই থেমে থাকতে চান না বিসিবি সভাপতি। কেন এমন হলো, সেসব সরাসরি জানতে চাইবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছে।



বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এর আগের দুটি ম্যাচে তামিম-মাহমুদউল্লাহদের ব্যাটিংয়ের ধরনটাই পছন্দ হয়নি বিসিবি সভাপতির। বাংলাদেশ ব্যাটসম্যানদের রক্ষণাত্মক ব্যাটিংয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ক্রিকেটারদের সঙ্গে খোলামেলা কথা বললেও কোচের সঙ্গে বসা হয়নি। তাই শিগগরই কোচের সঙ্গে বসে এমন হতশ্রী পারফরম্যান্সের ব্যাখা চাইবেন। বেক্সিমকো কার্যালয়ে বুধবার সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বলেছেন, ‘অনেক কিছু আসলে এখনও বুঝতে হবে। বসতে হবে। খেলোয়াড়, কোচ এবং ম্যানেজমেন্টের সাথে বসতে হবে। কয়েকটা প্রশ্ন আছে আমার। রিয়াদ, তামিমের সাথে বসেছিলাম। প্রশ্নটা ছিল- ব্যাটিং এমন কেন? এত বছর পর পাকিস্তানে গেলাম। টস জিতে কেন ব্যাটিং নিলাম, আমরা তো চেজ ভালোই করি। ওরা (ক্রিকেটাররা) বলছিল- এটা ব্যাটিং পিচ, তাই নিয়েছে। খেলা দেখে তা মনে হয়নি। কলকাতায় দিবারাত্রির টেস্টেও দেখেছি টস জিতে ব্যাটিং নিয়েছি। অচেনা পরিস্থিতিতে, আগে কেন ব্যাটিং নিতে হবে!’
নাজমুল হাসান সবচেয়ে বেশি হতাশ ব্যাটিং অর্ডার নিয়ে। মুশফিকহীন দলে মাহমুদউল্লাহ কেন মুশফিকুরের পজিশনে ব্যাটিং করলেন না, সেটি নিয়েও তার বড় প্রশ্ন, ‘তামিম যখন ছিল না, গত দুটি সিরিজে, তখন লিটন দাস ও নাঈম ওপেন করেছে। আবার সৌম্য আছে, সেও ওপেন করে। দ্বিতীয় ম্যাচে নাঈমের আউটের পর লিটন বা সৌম্যকে না নামিয়ে হঠাৎ করে মেহেদিকে নামানো হয়েছে। আমার মনে হয় না এর কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। তিনে লিটনের নামার কথা। চারে যেহেতু মুশফিক নাই, মাহমুদউল্লাহ আসতে পারতো। তার অনেক ইচ্ছা ওপরে খেলার। কিন্তু ওকে মনে হয়েছে পারলে সবার শেষে নামে। সব আপনাদের বলা যাবে না। অত্যন্ত রক্ষণাত্মক খেলা হয়েছে। ব্যাটিং অর্ডার নিয়ে অবাক হয়েছি। যা বলার ওদেরক বলেছি। রিয়াদ তো কথা একটু কম বলে। আমি এটাও বলেছি, তুমি ক্যাপ্টেন, কথা তো বলতে হবে। একটা জিনিস স্পষ্ট ১৩০-১৪০ রান করে জেতা সম্ভব নয়।’
বিশ্বকাপের পর স্টিভ রোডসকে বিদায় করে দিয়ে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোকে। তার তত্ত্বাবধানে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল। কিন্তু সাফল্য শূন্যের কোটায়। ডমিঙ্গো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই এগোচ্ছেন, ফলে বেশ কিছু সিরিজে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বিষয়টি নিয়ে খানিকটা দ্বন্দ্বে আছেন বোর্ড সভাপতি, ‘যত দামি কোচই আনেন না কেন, তামিম-সাকিব-মুশফিক-রিয়াদকে কিন্তু নিয়ম শেখাতে হবে না। সৌম্য-লিটনকেও যদি রুল শেখাতে হয়, সেটাও দুঃখজনক। সেরা খেলোয়াড়দের নিয়ম শেখানোর কী আছে। কোচও নতুন। তিনি প্রথম তামিমের খেলা দেখলেন। এর আগে তামিমকে পাননি। নতুন কোচের জন্যও সময় লাগবে। নতুন কোচ দীর্ঘ মেয়াদে চিন্তা করছে। হয়তো তিনি পরীক্ষা-নিরীক্ষা বেশি করছেন। কোচর সঙ্গে কথা বলতে হবে। প্লেয়াররা কোচের কথা কিছু বলেনি। কে সিদ্ধান্ত দিচ্ছে, তা জানতে হবে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
মীনা বাজার এখন মিরপুর-১২ নম্বরে
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা