X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কিউইদের ওয়ানডে দলে নতুন মুখ জেমিসন

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২০, ১৩:০৮আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৩:১২

ওয়ানডে অভিষেকের অপেক্ষায় জেমিসন চোটের কারণে পেস আক্রমণ নতুন করে সাজাতে হচ্ছে নিউজিল্যান্ডকে। নতুন চেহারার ওয়ানডে দল নিয়ে ভারতের মুখোমুখি হবে তারা। ১৪ জনের দলে নতুন মুখ পেস বোলার কাইল জেমিসন। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার সুযোগ স্কট কুগেলেইন ও হামিশ বেনেটের সামনে।

লকি ফার্গুসনের চোটে গত বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট দলে ডাক পেয়েছিলেন জেমিসন। ‘এ’ দলের সিরিজে ভারতের বিপক্ষেও খেলেছেন কয়েকদিন আগে। তাতেই লকি ফার্গুসনের বদলে ওয়ানডে দলে তার থাকার ইঙ্গিত মেলে। চোটে আরও দুই পেসার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেই। বেনেট ও কুগেলেইন তাদের সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরে। অনভিজ্ঞ এ পেস আক্রমণের নেতৃত্ব দেবেন টিম সাউদি।

গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালের পর ৫ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। টপ অর্ডারে হেনরি নিকলসকে ধরে রেখেছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে চোট পাওয়া টম ল্যাথাম সুস্থ, উইকেটকিপিং গ্লাভস থাকবে তার হাতে। হ্যামিল্টনে সিরিজের প্রথম ম্যাচের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে লেগস্পিনার ইশ সোধিকে। এরপর তিনি ‘এ’ দলের চারদিনের ম্যাচে যোগ দেবেন। বাকি দুটি ম্যাচ ৮ ও ১১ ফেব্রুয়ারি।

তিন ম্যাচের সিরিজে সাউদির পেস আক্রমণের ওপর ভরসা রাখছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড, ‘আমাদের নতুন চেহারার পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে টিম সাউদি। আমাদের বিশ্ব সেরা ব্যাটসম্যানদের সামনেও বিশাল সুযোগ। বোলিং লাইনআপ নতুন মনে হলেও ব্যাটিংটা অনেক গোছানো।’

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগেলেইন, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি (প্রথম ওয়ানডে), টিম সাউদি ও রস টেলর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা