X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সেই ঠিমই এখন ফাইনালে

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২০:০৩

ডমিনিক ঠিমের ফাইনালে ওঠার আনন্দ স্বপ্নের পথচলায় ফাইনালের চৌকাঠে এসে দাঁড়ালেন ডমিনিক ঠিম। রবিবার রড লেভার অ্যারেনায় এই ধাপ পেরোলেই লিখবেন নতুন ইতিহাস। রাফায়েল নাদালকে বিদায় করে দেওয়া অস্ট্রিয়ান টেনিস তারকা পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। যেখানে তিনি মুখোমুখি হবেন মেলবোর্ন পার্কের ‘রাজা’ নোভাক জোকোভিচের।

প্রথম সেট হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনাল নিশ্চিত করেছেন ঠিম। আজ (শুক্রবার) সেমিফাইনালে জার্মান প্রতিদ্বন্দ্বী আলেক্সান্ডার জভেরেভকে হারিয়েছেন ৩-৬, ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪) গেমে। কোয়ার্টার ফাইনালে ফেভারিট নাদালকে বিদায় করার পথেও টাইব্রেকার-জাদু দেখিয়েছিলেন অস্ট্রিয়ান পাঁচ নম্বর বাছাই। চার সেটের লড়াইয়ে তিনটিই জিতেছিলেন টাইব্রেকারে।

সেমিফাইনালেও ঠিম শেষ দুই সেট টাইব্রেকারে জিতে পৌঁছে গেছেন শিরোপা লড়াইয়ের মঞ্চে। সাড়ে তিন ঘণ্টায় সেমিফাইনাল জেতা ২৬ বছর বয়সী অস্ট্রিয়ানের ফাইনালে প্রতিদ্বন্দ্বী জোকোভিচ, যিনি প্রথম সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে তৈরি করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম শিরোপা জয়ের পথ।

মেলবোর্ন পার্কের ফাইনালে উঠে কখনও হারেননি জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের সবচেয়ে বেশি শিরোপার রেকর্ডও তার দখলে। অস্ট্রেলিয়ান ওপেনের গত ১০ আসরে মাত্র তিন ম্যাচে হারের দুঃখ আছে সার্বিয়ান তারকার। এমন রেকর্ড যার দখলে, তার বিরুদ্ধে মাঠে নামার আগে ঠিমের বিশ্বাসই হচ্ছে না ফাইনালে পৌঁছে গেছেন, ‘আমার কাছে সব অবাস্তব মনে হচ্ছে।’

ছেলেদের গ্র্যান্ড স্লামে বছরের পর বছর ধরে চলছে ‘বিগ থ্রি’ জোকোভিচ, নাদাল ও ফেদেরারের দাপট। রবিবারের ফাইনাল জিতলে ১৯৯০’র দশকে জন্ম নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন ‍ঠিম। একই সঙ্গে ১৯৯৫ সালে টমাস মুস্টারের ফ্রেঞ্চ ওপেন জয়ের ‍পর প্রথম অস্ট্রিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি তার সামনে।

২০১৮ ও ২০১৯ সালের ফ্রেঞ্চ ওপেনেই কিন্তু প্রথম বড় শিরোপা হাতে তুলতে পারতেন ঠিম। যদিও ‘ক্লে কোর্টের রাজা’ নাদালের কাছে দুইবারই হারতে হয়েছে রোলাঁ গারোর ফাইনাল। এবার নামতে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে সফল তারকার বিরুদ্ধে। ঠিম বলছেন, ‘রোলাঁ গারোতে দুইবার রাফায়েল নাদালের বিরুদ্ধে খেলেছি, ভাবতে গেলেই অবিশ্বাস্য লাগে। এখন এখানে (অস্ট্রেলিয়ান ওপেন) মুখোমুখি হচ্ছি নোভাকের, যে অস্ট্রেলিয়ার রাজা।’

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
ভোজ্যতেলের মূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীআগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০