X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রিপল সেঞ্চুরিতে ১২ বছরের রেকর্ড ভাঙলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৫

ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম। বিশ্বকাপের পর থেকে নিজের ছায়া হয়েই ছিলেন ওপেনার তামিম ইকবাল। সীমিত ওভারের ক্রিকেটে তার নিষ্প্রভ ব্যাটিং নিয়ে চলছিল বিস্তর সমালোচনা। হতাশ তামিম নিজেকে ফিরে পেতে বিশ্রামেও গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরেও পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে ধীর গতির ব্যাটিংয়ে সমালোচনামুক্ত থাকতে পারেননি। অবশেষে বিসিএলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সব প্রশ্নের জবাব দিলেন ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। পাকিস্তানে আসন্ন টেস্ট সফরের আগে দারুণ প্রস্তুতি হলো তার। 

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে তামিম খেলতে নেমেছেন ৬ বছর পর। শনিবার ২০৭ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান (২০৬) ছাড়িয়ে গেছেন। দিনশেষে অপরাজিত ছিলেন ২২২ রানে। রবিবার এই রান নিয়ে ব্যাট করতে নেমে তুলে ফেলেন ট্রিপল সেঞ্চুরি। শুভাগত হোমের বলে মিড উইকেটে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান নিজের প্রথম ত্রিশতকে।

এর আগে ৪৩তম ওভারে শহীদুলের করা পঞ্চম বলটিকে লেগ সাইডে পাঠিয়ে প্রথম একশো করেছেন তামিম। প্রথম সেঞ্চুরিটি করতে খেলেছেন ১২৬ বল। সেঞ্চুরির পর আরেকটু আগ্রাসী হয়ে ওঠেন তিনি। পরের ১০০ রান তুলতে খেলেছেন ১১৬ বল! ৬৯তম ওভারে মধ্যাঞ্চলের শুভাগতর একটি বলে অন ড্রাইভে চার মেরে পৌঁছান ডাবল সেঞ্চুরিতে। দ্বিতীয় দিনশেষে ২২২ রানে অপরাজিত থাকা তামিম তৃতীয় সেঞ্চুরিটি করেন ১৬৫ বলে। সব মিলিয়ে ৪০৭ বলের ইনিংসে ৪০ চার ও ৩ ছয়ে ট্রিপল সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার।

অবশ্য পূর্বাঞ্চলের এই ওপেনারকে খুব বেশি উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায়নি। তবে প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চলের ক্রিকেটাররা তামিমকে অভিনন্দন জানাতে ভোলেননি।

শুধু ট্রিপল সেঞ্চুরিতেই তার ইনিংসটির মর্যাদা সীমাবদ্ধ থাকেনি। ২০০৭ সালে রকিবুলের গড়া সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তামিম। ২০০৭ সালের মার্চ মাসে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল। সিলেট বিভাগের বিপক্ষে বরিশালের হয়ে ৬৬০ মিনিট ক্রিজে থেকে ৬০৯ বলে ইনিংসটি সাজান তিনি। রবিবার শুভর বলে সিঙ্গেল নিয়েই রকিবুলের ৩১৩ রান ছাড়িয়ে যান দেশসেরা ওপেনার। ফলে রাকিবুলের হাতে ১২ বছর ধরে থাকা রেকর্ডটির নতুন মালিক এখন তামিম।

পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হকও অপেক্ষায় ছিলেন এই রেকর্ডের। তামিমের স্কোর যখন ৩৩৪-এ পৌঁছায় তখনই ইনিংস ঘোষণা করে দেন তিনি। ড্রেসিংরুমে ফেরার পথে তামিমকে দেওয়া হয় গার্ড অব অনার। পূর্বাঞ্চলের স্কোর তখন ২ উইকেটে ৫৫৫। ৫৮৫ মিনিট ক্রিজে থেকে তামিম ৪২ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন নিজের ৩৩৪ রানের ইনিংসটি।

/আরআই/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ