X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সেতিয়েনের ক্রুইফ দর্শন টিকলো মাত্র তিন ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৮

ফাতি করেছেন জোড়া গোল। বার্সেলোনায় এসে ইয়োহান ক্রুইফের ফুটবল দর্শনকেই মেনে চলছিলেন নতুন কোচ। কিন্তু একি! তিন ম্যাচ পরেই আগের ফরমেশনে ফিরে গেছেন কিকে সেতিয়েন! তবে জয়টা ঠিকই নিশ্চিত হয়েছে কাতালানদের। লা লিগায় লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে বার্সা।

অবশ্য আগের কৌশল থেকে এমনি এমনি সরে আসেননি সেতিয়েন। ৩-৪-৩ ফরমেশনে গ্রানাডা, ইবিজা ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সার দুর্বলতাগুলো খুব চোখ লেগেছিল তার। সর্বশেষ কোপা দেল রের ম্যাচেও ফরমেশন পাল্টে এই ম্যাচের কাঠামো ৪-৩-৩ অনুসরণ করেছিলেন । তাতে মেলে ৫-০ গোলের বড় জয়। সেই জয়ই ক্রুইফ দর্শন পরিহার করতে ভূমিকা রেখেছে এই ম্যাচে। অবশ্য জয়টা কষ্টার্জিত হলেও এই ফরমেশনে খুব স্বাচ্ছন্দ্যে খেলতে দেখা গেছে বার্সাকে।
লুই সুয়ারেস চোট আক্রান্ত, উসমান ডেম্বেলেও ছিলেন বাইরে। তাই ৯ নম্বর পজিশনে শূন্যতা থাকায় সেতিয়েন যুগে গুরুত্বপূর্ণ হিসেবেই আবির্ভুত হচ্ছেন আনসু ফাতি। লেভান্তের বিপক্ষে নিজের জাত চিনিয়েছেন আবার। জোড়া গোল করে ইতিহাসে নামও লিখিয়েছেন। এই গোল করার পেছনে মেসিরও ছিল দারুণ অবদান। দুটি গোলই হয়েছে মেসি-ফাতির যুগলবন্দীতে।

৩০ মিনিটে মেসির পাস থেকেই শুরুর গোলটি করেছেন ফাতি। আগের মিনিটে মেসির একটি শট ঠেকিয়ে দেন লেভান্তে গোলকিপার। ১৭ বছর বয়সী ফাতি দ্বিতীয় গোল পেয়েছেন পরের মিনিটেই। আবারও মেসির বাড়ানো বলে স্কোর ২-০ করেন তিনি। তাতে লা লিগায় সবচেয়ে কম বয়সে এক ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়েছেন ফাতি। 

এই মৌসুমের শুরুতে এই লেভান্তের কাছেই ৩-১ গোলে হেরেছিল বার্সেলোনা। সেই দলটি একটি গোল শোধ দেয় যোগ করা সময়ে। ৯০+২ মিনিটে লেভান্তের হয়ে একটি গোল করেন রোচিনা। এই ফরোয়ার্ড সমতা ফেরানোর সুযোগও পেয়েছিলেন আবার, কিন্তু বলটি বারের নিচে রাখতে পারেননি।

২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ব্যবধান এখন ৩ পয়েন্টের। 

/ এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি