X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গাড়ির স্টিয়ারিং নয়, আজ টিভির সামনে থাকবেন শাহাদাতের ভাই

রবিউল ইসলাম
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩২

শাহাদাত হোসেন। শাহাদাত হোসেনের বাবা আবদুস সবুর ক্যান্সারে মারা গেছেন ২০১০ সালে। বাবার মৃত্যুর পর শাহাদাতের বড় ভাই আবুল হোসাইনের ঘাড়ে পড়ে যায় সংসারের পুরো ভার। ভাড়ায় গাড়ি চালিয়ে সংসার সামলাচ্ছেন। এই গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই ভূমিকা রেখেছেন ছোট ভাইয়ের স্বপ্ন পূরণে। এমন সব বাস্তবতা পেরিয়ে শাহাদাত জায়গা করে নিয়েছেন স্বপ্নের বাইশ গজে। আজ যুব বিশ্বকাপের ফাইনাল, ট্রফি থেকে মাত্র এক ম্যাচ দূরে শাহদাতসহ পুরো যুব দল।
পরিবারের সবার বড় আবুল হোসাইন আজ কোন কাজ রাখছেন না, ছোট ভাইদের খেলা দেখবেন বলে। তাইতো শাহাদাতের বড় ভাই স্টিয়ারিং রেখে আজ টিভি সেটের সামনেই থাকবেন ম্যাচের সময়।
আজ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে প্রথমবারের মতো ফাইনালে ওঠা বাংলাদেশ। বৈশ্বিক কোন আসরে প্রথম ফাইনাল খেলার চাপ, সেটি সামলে নিজেদের কতটা মেলে ধরতে পারবে আকবর আলীর সতীর্থরা-তাই দেখার অপেক্ষায় দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত। 
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। সেই ম্যাচ দেখার অপেক্ষায় আছেন শাহাদাতের বড় ভাই আবুল হোসাইন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পরিবারের সবাই মিলে খেলা দেখবো। আমার বোনও চলে এসেছে, সবাই মিলে আয়োজন করে খেলা দেখার পরিকল্পনা। আজ কোনও কাজ রাখবো না, কোথাও যাবো না। বাড়িতে অপেক্ষা করবো। দুইটার পর খেলা দেখতে বসবো।’
বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দারুণ ব্যাটিং করেছেন শাহাদাত। পাকিস্তানের বিপক্ষে ১৬ রানে অপরাজিত থাকার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ৭৪ রানের অপরাজিত ইনিংস। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও তার ব্যাট থেকে এসেছে ৪০ রানের অপরাজিত ইনিংস। তবুও নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে টেনশন হচ্ছে শাহাদাতের ভাইয়ের। ভারত শক্ত প্রতিপক্ষ বলেই এমন দুশ্চিন্তা। তবে শাহাদাত ও তার সতীর্থদের প্রতি আস্থা রাখছেন বড় ভাই আবুল হোসাইন, ‘ভারত তো কঠিন দল। তাই একটু দুশ্চিন্তা করছি। তবে আমার বিশ্বাস, সবাই ভালো অবস্থানে আছে। আমার ভাইসহ সবাই আসল খেলাটা ফাইনালে খেলে দিবে।’
অভাবের সঙ্গে যুদ্ধ করা শাহাদাতের ক্রিকেটার হয়ে উঠার পেছনে অনেক বড় ভূমিকা সুদীপ্ত দাসের। তিনি আবার শাহাদাতের বড় ভাইয়ের বন্ধুও। ফাইনাল ম্যাচটি তিনিও আয়োজন করে দেখবেন বলে জানালেন, ‘সব ম্যাচই দেখেছি, ফাইনাল বলে বাড়তি আয়োজন থাকবে। বন্ধু-বান্ধব একসঙ্গে মিলে খেলা দেখবো। ভেতরে ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছে। আশা করি ওরা ভালো ক্রিকেট খেলবে।’
এদিকে মাহমুদুল হাসান ও শামীম হোসেনের প্রথম গুরু শামীম ফারুকিও ফাইনাল ম্যাচের কারণে তার একাডেমি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। চাঁদপুরের ক্লেমন ক্রিকেট একাডেমি থেকেই ক্রিকেট দীক্ষা নিয়েছেন যুব দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার। ফারুকি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফাইনাল ম্যাচ আশা করি সবাই ভালো ক্রিকেট খেলবে। মাহমুদুল আগের ইনিংসের মতো ধারাবাহিক ব্যাটিং করবে। আর শামীম ভালো একটি ইনিংস খেলবে। শুধু ওরা খেললেই হবে না, পুরো দলকে এক হয়ে পারফর্ম করতে হবে। নয়তো ভারতের বিপক্ষে জেতা কঠিন হবে।’
খেলা দেখা নিয়ে ফারুকি বলেছেন, ‘আমাদের সবার জন্য এটা বিশেষ একটি দিন। কোনওভাবেই আমি খেলা মিস করতে চাই না। আমার একাডেমির কেউই চায় না। সবাই তাদের বড় ভাইদের খেলা দেখতে মুখিয়ে আছে। আমিও শামীম ও মাহমুদুলের খেলা দেখার অপেক্ষায় আছি।’




/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন