X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মেসির সাবেক সতীর্থকে সাদরে বরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:২১

চুক্তি স্বাক্ষরের পর ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন বার্কোস বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে দুপুর থেকে তাকে বরণ করে নিতে সবাই অধীর অপেক্ষায়। অনেকের পরনে তার নাম লেখা জার্সি। অবশেষে এলেন হার্নান বার্কোস। জাতীয় দলে লিওনেল মেসির সাবেক সতীর্থকে সবার সঙ্গে পরিচয় করে দিলেন বসুন্ধরা কিংসের কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষর হলো দুই পক্ষের মধ্যে।

আপাতত ১০ মাসের চুক্তি, মাসিক পারিশ্রমিক ২০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় ১৭ লাখ।

২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দলে ডাক পান স্ট্রাইকার বার্কোস।  চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। আর্জেন্টিনার জার্সিতে চারটি ম্যাচ খেললেও  গোল করতে পারেননি। তবে তার ক্লাব ক্যারিয়ার সমৃদ্ধ, খেলেছেন ১০টি দেশের ১৫টি ক্লাবে। ব্রাজিলের পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোর হয়ে খেলেছেন। ঢাকায় আসার আগে ছিলেন কলম্বিয়ার আতলেতিকো নাসিওনালে, যেখানে ১৪ ম্যাচে করেছেন ৬ গোল।

চুক্তি স্বাক্ষরের পর আর্জেন্টিনা আর মেসির কথাই ঘুরে-ফিরে এলো বার্কোসের কণ্ঠে,  ‘জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। বেশি ম্যাচ অবশ্য খেলতে পারিনি। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। এই দলে খেলা সহজ কথা নয়।’

মেসির সঙ্গে খেলতে পেরেও বার্কোস গর্বিত, ‘মেসির সঙ্গে প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। সেই স্মৃতি ভোলার নয়। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন।’

মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তুলনায় এগিয়ে রাখলেন আর্জেন্টাইন তারকাকে, ‘দুজনই বড় তারকা, দুজনই ভালো খেলছেন। তবে একজনকে বেছে নিতে বললে মেসির কথাই বলবো।’

বসুন্ধরা কিংসকে সাফল্য এনে দিতে চান বার্কোস, ‘আমার গোলের চেয়ে বসুন্ধরার সাফল্য বেশি গুরুত্বপূর্ণ। চেষ্টা করবো দলকে সাফল্য এনে দিতে। ক্লাবের ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কোলিনদ্রেসের কথাও বললেন, ‘কোলিনদ্রেসের কথা যতটা জেনেছি তাতে মনে হয় ওর সঙ্গে আমার ভালোই বোঝাপড়া হবে। আমি অবশ্য দলের প্রত্যেকের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে ভালো খেলতে চাই।’

বাংলাদেশে আসার কারণ হিসেবে বার্কোসের মন্তব্য, ‘নতুন চ্যালেঞ্জ নিয়ে বসুন্ধরা কিংসে এসেছি। এই ক্লাবের সাফল্য ও লক্ষ্য আমাকে আকৃষ্ট করেছে। বসুন্ধরার কোচ স্প্যানিশভাষী। এটা আমাকে এখানে আসার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। পরিবারের সদস্যদের সমর্থনও পেয়েছি।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন