X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব আর্চারির ব্রেকথ্রু ক্যাটাগরিতে সেরা রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬

রোমান সানা ও তার কোচ মার্টিন ফ্রেডরিক। ২০১৯ সালে রোমান সানার পারফরম্যান্স ছিল সাফল্যে উদ্ভাসিত। এশিয়ান আর্চারিসহ দক্ষিণ এশিয়ান গেমসে জিতেছেন একের পর এক সোনা। শুধু তাই নয়, বছরের সেরা চমক ছিল বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ জিতে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া টোকিও অলিম্পিকে। সেই রোমান এবার বিশ্ব আর্চারিতে আরও একটি সাফল্য পেলেন। ব্রেকথ্রু বা বড় সাফল্য অর্জনের ক্যাটাগরিতে সেরা আর্চার নির্বাচিত হয়েছেন। রোমানের পাশাপাশি বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকও এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন।

বিশ্ব আর্চারি ফেডারেশন তাদের ওয়েব সাইটে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বসেরা নির্বাচনের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। যার অনলাইন ভোটিং শুরু হয়েছে আগেই। এই ভোটিং ও বিশেষজ্ঞদের মাধ্যমে পরে রিকার্ভ ক্যাটাগরিতে অবশ্য সেরা হতে পারেননি রোমান। সেখানে সেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাডি এলিসন। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব ইনডোর আর্চারি চ্যাম্পিয়নশিপ শেষে এই পুরস্কারের নামগুলো ঘোষণা করা হয়।

বিশ্ব আর্চারিতে এমন পুরস্কার পাওয়ার পর রোমান সানা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘গত বছর আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রমের ফসল হিসেবে সাফল্য আসছে। বিশ্ব আর্চারিতে ব্রেকথ্রু ক্যাটাগরিতে আমার নাম আসায় আমি বেশ খুশি। এই পুরস্কার সামনের দিকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে।’

সাফল্যে মোড়ানো বছর উপহার দেওয়াতেই এই পুরস্কার রোমান সানার। মার্চে ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে রুপা জয় দিয়ে শুরু। জুনে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ছিল অভাবনীয় সাফল্য। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ জিতেছেন। সুবাদে ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়ে ক্রীড়াঙ্গনকে আলোড়িত করেছেন সবচেয়ে বেশি। সেপ্টেম্বরেও ফিলিপাইনে এশিয়া কাপ র‌্যাংকিং প্রতিযোগিতাতেও এসেছে সোনা। তার পর কাঠমান্ডু এসএ গেমসে তিনটি ইভেন্টের সবগুলোতে সোনা জিতেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ১৪টি পদক জিতে পুরো বছরটি সাফল্যে ভরপুর ছিল তার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!