X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মালেতে জিততে চায় আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৫

অনুশীলনে আবাহনী। এক মৌসুমের মধ্যে বিপরীত চিত্রও দেখলো আবাহনী লিমিটেড। গতবার এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালে খেলেছে। আর এবার কিনা গ্রুপ পর্বের আগেই অগ্নিপরীক্ষা! এএফসি কাপের প্লে-অফ রাউন্ডে যেতে হলে আগামীকাল বুধবার ম্যাচ জিততেই হবে। প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়।

ঢাকায় ঘরের মাঠে পিছিয়ে পড়ে আবাহনী ২-২ গোলে ম্যাচ ড্র করেছে। এখন মালের ম্যাচটি জিততেই হবে। তবে ম্যাচ যদি ৩-৩ গোলে ড্র হয়, তাহলে আবাহনী অ্যাওয়ে ম্যাচে বেশি গোল দেওয়ার সুবাদে প্লে-অফে। স্কোরলাইন ২-২ থাকলে তখন নিষ্পত্তি হবে টাইব্রেকারে।

যদিও এমন সমীকরণে পড়তে চাইছেন না আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস। তার লক্ষ্য জয়, ‘আমাদেরপেছনে ফিরে তাকানোর কিছু নেই। আমরা মালেতে এসেছি জেতার জন্য। যদি জিততে পারি তাহলে পরের পর্বে যেতে পারবো। জেতার জন্যই আমাদের দলটি মাঠে নামবে।’

ঢাকার ম্যাচে আবাহনী ভালো খেলতে পারেনি। পিছিয়ে থেকে ড্র করেছে কোনক্রমে। সেই ম্যাচে খেলোয়াড়দের জেতার মানসিকতা তেমন ছিল না, কোচ ম্যাচ শেষে বলেছিলেন নিজেই। সেই অবস্থা থেকে দল কতুটুকু উন্নতি করতে পেরেছে? এমন প্রশ্নে লেমোসের উত্তর, ‘আমরা ঢাকার ম্যাচে প্রত্যাশা অনুয়ায়ী ভালো খেলতে পারিনি। মাজিয়া আসলেই ভালো দল। এখন ভুল-ত্রুটি শুধরে ভালো খেলতে হবে। মালেতে আমাদের ভালো পরীক্ষাই হবে।’

মাজিয়ার বিপক্ষে রক্ষণ জমাট রেখেই আক্রমণে যেতে চান ৩৩ বছর বয়সী কোচ, ‘আমাদের আগে ওদের ফরোয়ার্ডদের আটকাতে হবে। তারপর গোলের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আমি বিশ্বাস করি আমাদের গোল করার সুযোগ আছে। আশা করছি খেলোয়াড়েরা এই ম্যাচের গুরুত্ব বুঝতে পারবে। সেটা বুঝেই খেলবে।’

মাজিয়ার বিপক্ষে ২০১৭ সালে ঢাকা ও মালেতে ২-০ গোলে হেরেছিল আবাহনী। এবার জিততে চায় আকাশি-হলুদরা। কোচের গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া সম্ভব। স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনও তাই মনে করছেন, ‘আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি তাহলে জয় সম্ভব। আগে মালেতে জিততে পারিনি। ঢাকাতেও সর্বশেষ ড্র হয়েছে। এবার তা হতে দিতে চাই না। সবাই সামর্থ অনুযায়ী নিজের সেরাটা দিয়ে ম্যাচ জিততে চাই।’

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন