X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

এখন থেকে আবার দলের সবকিছু দেখবেন বিসিবি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৯

এখন থেকে আবার দলের সবকিছু দেখবেন বিসিবি প্রধান জাতীয় দলের সব সিদ্ধান্তে বোর্ড প্রধান নাজমুল হাসানের ভূমিকা থাকে। সেটা তিনি সবসময় স্বীকারও করে এসেছেন। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনিই নিয়ে থাকেন। তাছাড়া দল গঠন থেকে শুরু করে একাদশ নির্বাচন, টস ইস্যুসহ এমন কিছু নেই- যা নিয়ে তিনি কথা বলেননি। এ নিয়ে সমালোচনাও কম হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বিসিবি প্রধানের নামই হয়ে গিয়েছিল ‘মি. ইন্টারফেয়ারার’! যদিও এখন তার দাবি, গত কয়েক মাসে সেই জায়গা থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু তাতে বাংলাদেশের ক্রিকেটেই ক্ষতি হচ্ছে বলে মনে করেন তিনি। যে কারণে আবারও সব দায়িত্ব কাঁধে তুলে নিতে চান নাজমুল। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ‘অপবাদ’ আসলেও সমস্যা নেই তার।

বিশ্বজয়ী যুব দলকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরণ করে নেওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুল বলেছেন, ‘গত বিশ্বকাপের পর থেকে আমি সেভাবে হস্তক্ষেপ করিনি। বিশেষ করে ভারত সিরিজ থেকে টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম না। আর এখন আমাকে বলা হয় উল্টোটা। যদি আমাকে বলে টস জিতে ব্যাটিং নেবে, পরে দেখি বোলিং নিয়েছে। এসব ব্যাপার আমি বুঝতে পারছি না। দলের পারপরম্যান্সও নিম্নগামী।’

জাতীয় দলের ব্যর্থতায় পুরোনো অবস্থানে ফিরতে চান তিনি, “মনে হচ্ছে আমাকে আবার আগের জায়গায় ফিরতে হবে। সব তদারকি করতে হবে। যেটা করার কারণে আমাকে আপনারা নাম দিয়েছিলেন ‘মি. ইন্টারফেয়ারার’। আমি তো সেসব পত্র-পত্রিকায় দেখেছি। কিন্তু এখন আমাকে আবার সেই হস্তক্ষেপের জায়গায়ই ফিরতে হবে। কিছু করার নেই।”

কী কারণে সবকিছুতে হস্তক্ষেপ করতেন, সেটাও জানিয়েছেন বোর্ড প্রধান, ‘২০১৬ যুব বিশ্বকাপের সেমিফাইনালের টস টিভিতে দেখে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মেঘলা আবহাওয়ায় টস জিতে কেন ব্যাটিং নিয়েছে, জানতে চাইলে অনেকেই বলেছিল, আরে ওরা পারবে না। ওই দিনই বুঝেছি এভাবে হবে না, নজর রাখতে হবে। তারপর থেকেই সবকিছু তদারকি করতাম।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন