X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এ মাসেই বিয়ের পিঁড়িতে সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৭

সৌম্য সরকার সৌম্য সরকার এতদিন বেশ কয়েকজন সতীর্থ ক্রিকেটারের বিয়ের নেমন্তন্ন পেয়েছেন। এবার সময় হয়েছে নেমন্তন্ন দেওয়ার। ভালোবাসা দিবসের মাসে শুভ লগ্ন খুঁজে পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান। আগামী ২৮ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সৌম্য। তার বাবা ও সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন ছেলের বিয়ের দিন নিশ্চিত করেছেন।

বিয়ের নিমন্ত্রণ পত্র বিলি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৌম্যর বাবা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনেক প্রতীক্ষা শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি ভালো একটি দিন দেখে সৌম্যর বিয়ে ঠিক করা হয়েছে। এই মুহূর্তে আমি খুব ব্যস্ত সময় কাটাচ্ছি, সবাই ঢাকায় থাকায় একাই সব কাজ করতে হচ্ছে (হাসি)। এই মুহূর্তে বিয়ের কার্ড বিলি করতে ব্যস্ত আমি।’

কনে আগে থেকেই সৌম্যর চেনা। বিয়ে হচ্ছে দুই পরিবারের সম্মতিতে। বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকলেও উপযুক্ত লগ্ন খুঁজতেই কিছু সময় পার হয়ে গেলো। ২৬ ফেব্রুয়ারি গায়ে-হলুদ, দুই দিন পর বিয়ের পিঁড়িতে বসবেন। এজন্য ছুটি নিয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু একমাত্র টেস্টে নেই খেলা হবে না তার।

সৌম্যকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে পেতে আশাবাদী প্রধান নির্বাচক হাবিবুল বাশার, ‘সৌম্য বিয়ে করছে, এ মাসে ২৮ তারিখে। সে আমাদের কাছে ছুটি চেয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলছে, ওই দলে ছিল সে। অবশ্যই জিম্বাবুয়ের বিপক্ষেও থাকতো। কিন্তু বিয়ের কারণে আমরা ছুটি দিয়েছি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সে থাকবে আশা করি।’

গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে বিয়ের অনুষ্ঠান। লগ্ন খুঁজে পাওয়ায় টেস্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন জানালেন সৌম্য, ‘আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। লগ্ন পেয়ে যাওয়ায় এ মাসে বিয়ে হচ্ছে। টেস্ট না খেলতে পারলেও আশা করি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবো। সেভাবেই পরিকল্পনা করে রেখেছি।’

মিরপুরে একমাত্র টেস্ট শেষে ১, ৩ ও ৬ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৯ ও ১১ মার্চ দুই ম্যাচের টি-টোয়েন্টি হবে মিরপুরে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না