X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভালোবাসা দিবসে ভালো ‘বাসস্থানের’ অভাব ক্রিকেটারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

 ‘বাসস্থানের’ অভাব মুশফিক-মোস্তাফিজদের। ভালোবাসা দিবস কিংবা পহেলা ফাল্গুনের মতো দিনগুলোতে পর্যটন নগরী কক্সবাজারে তিল ধারণের ঠাঁই থাকে না। শুক্রবার একইদিনে এ দুটি বিশেষ দিবস পড়েছে। এদিন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড দুটি ম্যাচও শুরু কক্সবাজারে। এ অবস্থায় কক্সবাজারে তৃতীয় রাউন্ডে খেলতে গিয়ে ভালোই বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। বড় সমস্যায় পড়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল শুরুতে ভালো মানের হোটেল না পেলেও পরে পেয়েছে। বিসিবি উত্তরাঞ্চলও সমস্যায় পড়েছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারে ক্রিকেটাররা সুখে নেই। অথচ রাত পোহালেই খেলতে নামতে হবে মুশফিক-নাজমুল-মিরাজদের।

পূর্বাঞ্চল কোনক্রমে একটা হোটেল জোগাড় করতে পারলেও মধ্যাঞ্চল পারেনি। আজ রাতটুকু বর্তমান হোটেলে কাটিয়ে শুক্রবার সকালে সেটি ছেড়ে যেতে হবে। কেননা ওই হোটেল আগামী কয়েকদিনের জন্য আগে থেকেই বুকড ছিল। শুক্র ও শনিবারের পর মধ্যাঞ্চল চাইলে এই হোটেলে ফিরতে পারবে। একদিকে ম্যাচ, অন্যদিকে হোটল বদল নিয়ে দুশ্চিন্তায় মধ্যাঞ্চলের টিম ম্যানেজমেন্ট।

হোটেল-সংকট নিয়ে ওয়ালটনের ম্যানেজার মিলটন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা যেখানে আছি, সেখানে কালকে থাকতে পারবো না। সকালেই হোটেল ছেড়ে দিতে হবে। অথচ সকালে আমাদের ম্যাচ। দুই দিন পর ২৬ তারিখে ফের হোটেলে ফিরতে পারবো্। এ অবস্থায় ম্যাচের চাপ নিয়ে আবার হোটেল বদলের চিন্তা। ভালোবাসা দিবস উপলক্ষ্যে এই সমস্যায় পড়েছি। অথচ আমরা বিসিবিকে অনুরোধ করেছিলাম সিলেটে খেলা দেন। যদি সেখানে সম্ভব না হয়, তাহলে অন্য কোথাও দেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সমস্যাতেই পড়তে হলো। খেলোয়াড়েরা বিষয়টি নিয়ে খুবই বিরক্ত।’

পূর্বাঞ্চলও শুরুতে হোটেল নিয়ে সমস্যায় পড়েছিল, তবে পরে সব ঠিক হয়েছে বলে জানালেন পূর্বাঞ্চলের কোচ আব্দুল করিম জুয়েল, ‘এমন দুটি দিবস ঘিরে এখানে ভিড় থাকবে সেটাই তো স্বাভাবিক। আমাদের শুরুতে সমস্যা হয়েছিল। ভালো হোটেল পাচ্ছিলাম না। তবে এখন আমরা সেটেলড। ছেলেরা এখন ম্যাচ নিয়ে ভাবছে।’

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের মতো বিশেষ দিবসে কক্সবাজারে হোটেল সংকট হয়-এটা অবধারিত ব্যাপার। এ অবস্থায় বিসিবির পাশাপাশি টিম ম্যানেজমেন্টের দায়ও কম নয়। কেননা তারা চাইলে আগে-ভাগেই হোটেলি বুকিং দিয়ে রাখতে পারতেন।

যদিও সব সমস্যা ছাপিয়ে মুশফিক-সাইফ-মোস্তাফিজ-নাজমুল-মিরাজরা শুক্রবার খেলতে নামছেন। চোট কাটিয়ে ফিরছেন মেহেদী হাসান মিরাজ ও সাইফউদ্দিন। পিন্ডি টেস্টের ব্যর্থতা ভুলে এই রাউন্ডটিকে নিজেদের প্রস্তুতির অংশ বানাতে চাইবেন তারা। যদিও জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তামিম-মাহমুদউল্লাহ-মিঠুনসহ অনেকেই এই রাউন্ড খেলছেন না। উত্তরাঞ্চলের হয়ে শুক্রবার খেলতে নামবেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি হিসেবে মুশফিকের জন্য এ ম্যাচটি গুরুত্বপূর্ণ। আগের রাউন্ডে তার ব্যাট থেকে এসেছে ২ ‍ও ৩৮ রান।  

বিসিএলের শেষ রাউন্ডে কক্সবাজারের একাডেমি মাঠে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ বিসিবি দক্ষিণাঞ্চল। শেষ রাউন্ডে টেবিলের শীর্ষে থাকা নুরুল হাসানের  দলকে হারাতে পারলে শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে যাবে মধ্যাঞ্চল।  মূল মাঠে খেলবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। ম্যাচ দুটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না