X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৮ উইকেট পেয়ে নাঈমের চোখ জিম্বাবুয়ে টেস্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪

তৃতীয়বার ইনিংসে ৮ উইকেট নাঈম হাসানের (ফাইল ছবি) উচ্চতা ৬ ফুট। পেস বোলার সুলভ গড়ন। ভবিষ্যতের মাশরাফি-তাসকিন হবেন, সেই বাসনাও ছিল নাঈম হাসানের মনে। কিন্তু অষ্টম শ্রেণিতে পড়ার সময় ‍পাল্টে ফেললেন স্বপ্নের জগৎ। পেস নয়, স্পিনে মজে গেলেন চট্টগ্রামের কিশোর। ব্যস, শুরু হয়ে গেল নতুন যাত্রা। পেছনে ফিরে তাকালে হয়তো খুশির ঢেউই খেলে যায় তার মন-সমুদ্রে। ভাবা যায়, মাত্র ১৯ বছর বয়সে তিন-তিনবার ৮ উইকেট নামের পাশে!   

যার সবশেষটা যোগ করেছেন আজ (শুক্রবার)। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। উত্তরাঞ্চলের মুশফিকুর রহিম ও আরিফুল হকের উইকেট দুটি ছাড়া সবই তার দখলে।

২০১৮ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম পান ৮ উইকেট। ১০৬ রানে দিয়ে গড়েন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। অবশ্য সেটি টিকেছিল মাস দুয়েকের মতো। ওই বছরের ডিসেম্বরেই  সেটিকে নতুন করে লেখেন তিনি। বিসিএলে ৪৭ রান খরচায় নেন ৮ উইকেট। সেই বিসিএলেই আবার ইনিংসে পেলেন ৮ উইকেট।

ছোট্ট ক্যারিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনবার ৮ উইকেট নেওয়া চাট্টিখানি কথা নয়। নাঈম নিজেও বুঝতে পারছেন মূল্যটা। সামনে যে ব্যাটসম্যানই থাকুক, চোখে চোখ রেখে ঘায়েল করেন। তবে কথা বলায় তিনি ভীষণ সংযত। এত বড় অর্জনের পরও স্বল্পভাষী। ‘খুব ভালো লাগছে’— কক্সবাজার থেকে মুঠোফোনে বললেন বাংলা ট্রিবিউনকে।

কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামের উইকেট থেকে কিন্তু খুব একটা সহায়তা পাননি নাঈম। পরিকল্পনার সঙ্গে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে এই সাফল্য। তাই কৃতিত্ব দেখছেন নিজেরই, ‘শুরুর দিকে উইকেট একটু ভেজা থাকলেও পরে শুকিয়ে যায়। একদম ফ্ল্যাট উইকেট বলতে যা বোঝায়। কৃতিত্ব আসলে নিজেকেই দিতে হবে। কারণ পরিকল্পনা করে উইকেট পেতে হয়েছে। ব্যাটসম্যান বুঝে বল করেছি, তাতেই এসেছে সাফল্য।’

আর এই সাফল্য তাকে জিম্বাবুয়ে সিরিজের আগে আত্মবিশ্বাসী করে তুলছে। আফ্রিকার দলটি ঢাকা আসছে আগামীকাল (শনিবার)। ঢাকায় তারা বিসিবি একাদশের সঙ্গে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ২২ ফেব্রুয়ারি মিরপুরে নামবে টেস্ট পরীক্ষায়। এই ম্যাচেই চোখ রাখছেন নাঈম, ‘অবশ্যই (বিসিএলের পারফরম্যান্স) আত্মবিশ্বাস জোগাবে। বিসিএলে দুটি ম্যাচ খেললাম। এক ম্যাচ খেলে পাকিস্তানে গিয়েছিলাম, সেখানেও ভালো করেছি। এক ইনিংসে পেয়েছিলাম ৬ উইকেট। ঘুরে এসে পেলাম ৮ উইকেট। অনেকদিন যেহেতু টেস্ট খেলি না, সেই হিসেবে এই পারফরম্যান্স সামনে ভালো করতে সাহায্য করবে।’

তা করারই কথা। পাকিস্তানে যাওয়ার আগে এবারের বিসিএলের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পেয়েছিলেন ৮ উইকেট (২+৬)। ফিরে এসে প্রথম ইনিংসে নিলেন ৮ উইকেট। অর্থাৎ, সবশেষ তিন ইনিংসেই তার ১৬ উইকেট। জিম্বাবুয়ে সিরিজের আগে টিম ম্যানেজমেন্টকে তার পরিষ্কার বার্তা, ‘আমি প্রস্তুত’।

বিসিএলে ভালো করে গেলেও পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে কিন্তু একাদশে থাকতে পারেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্টটি যেহেতু দেশের মাটিতে, তাই নাঈমের খেলার সম্ভাবনা এমনিতেই বেশি ছিল। আর আজ বিসিএলে যা করলেন, তাতে করে টিম ম্যানেজমেন্ট তাকে একাদশের বাইরে রাখবেন কী করে?

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?